০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে

বৈরাগীবাজার এসোসিয়েশন

print news -

বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ এর উদ্যেগে ১হাজার পরিবারের মাঝে  রমজানের খাবার  প্যাক তুলে দেওয়া হয়েছে।

বিযানীবাজার সংবাদদাতা:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের হাতিটিল্লা গ্রামে মঙ্গলবার দুপুরে এক হাজার মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে রমজানের খাবার তুলে দেওয়া হয়েছে। ২০১৭ সালে বৈরাগীবাজার এলাকার ইউএসএ প্রবাসীদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। যাত্রালগ্ন থেকে সামাজিক ও মানবিক কাজ করায় সংগঠনটি দেশ ও প্রবাসে সুনাম অর্জন করেছে।

বৈরাগীবাজার এসোসিয়েশন

উল্লেখ্য যে, কোভিডে অক্সিজেন সরবরাহ, বন্যায় শুকনো খাবার ও মাসব্যাপী রান্না করা তিন বেলা খাবার বিতরণ এমনকি প্রবাসে কোন ব্যাক্তি বিপদে পড়লে থাকে আর্থিক অনুদান সহ নানান সহযোগীতা করে আসছে। প্রতি রমজানের মত এবছরও ১হাজার পরিবারকে, ৫কেজি চাল, তেল,আলু,পেয়াজ,চুলা সহ প্রায় ১৫শ টাকার খাবার প্যাকেট বিতরণ করেছে সংগঠনটি। এবারের রামাদ্বানের ত্রাণ বিতরণী কার্যক্রমে এলাকার স্বেচ্ছাসেবী যুব সমাজ এগিয়ে আসেন খশিরবন্দ (খইরবন্দ) যুব সমাজ, খশিরবন্দ হাতিটিলা যুব সমাজ ও খশির সড়ক ভাংনী (এস.এন.ভি.) যুব সংঘ এবং বৈরাগী বাজার যুব ফোরামের কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিতসহ আরও অনেক ছিলেন ।  ত্রাণ বিতরণী কার্যক্রম  সফল করার লক্ষে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাহবুব আহমদ সাহেব, বিয়ানীবাজর থানার এস.আই. জনাব মেহেদি ও বৈরাগীবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবুল কালাম মনু এবং বেষ্ট উম্মাহ কিন্ডার গার্ডেন মাদ্রাসার সভাপতি জনাব নুরুল ইসলাম, বৈরাগীবাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব জনাব শামসুল ইসলাম বেলালী সাহেব, জনাব আবুল হাসনাত (আঙ্গারজুর নয়াবাড়ী), ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব জালাল উদ্দিন, জনাব এস.এম. মানিক, জনাব সহিব উদ্দিন প্রমুখ।পরে দোয়া পরিচালনা করেন বৈরাগীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জনাব শামসুল ইসলাম বেলালী ।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে

প্রকাশিত হয়েছেঃ ০১:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
print news -

বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ এর উদ্যেগে ১হাজার পরিবারের মাঝে  রমজানের খাবার  প্যাক তুলে দেওয়া হয়েছে।

বিযানীবাজার সংবাদদাতা:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের হাতিটিল্লা গ্রামে মঙ্গলবার দুপুরে এক হাজার মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে রমজানের খাবার তুলে দেওয়া হয়েছে। ২০১৭ সালে বৈরাগীবাজার এলাকার ইউএসএ প্রবাসীদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। যাত্রালগ্ন থেকে সামাজিক ও মানবিক কাজ করায় সংগঠনটি দেশ ও প্রবাসে সুনাম অর্জন করেছে।

বৈরাগীবাজার এসোসিয়েশন

উল্লেখ্য যে, কোভিডে অক্সিজেন সরবরাহ, বন্যায় শুকনো খাবার ও মাসব্যাপী রান্না করা তিন বেলা খাবার বিতরণ এমনকি প্রবাসে কোন ব্যাক্তি বিপদে পড়লে থাকে আর্থিক অনুদান সহ নানান সহযোগীতা করে আসছে। প্রতি রমজানের মত এবছরও ১হাজার পরিবারকে, ৫কেজি চাল, তেল,আলু,পেয়াজ,চুলা সহ প্রায় ১৫শ টাকার খাবার প্যাকেট বিতরণ করেছে সংগঠনটি। এবারের রামাদ্বানের ত্রাণ বিতরণী কার্যক্রমে এলাকার স্বেচ্ছাসেবী যুব সমাজ এগিয়ে আসেন খশিরবন্দ (খইরবন্দ) যুব সমাজ, খশিরবন্দ হাতিটিলা যুব সমাজ ও খশির সড়ক ভাংনী (এস.এন.ভি.) যুব সংঘ এবং বৈরাগী বাজার যুব ফোরামের কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিতসহ আরও অনেক ছিলেন ।  ত্রাণ বিতরণী কার্যক্রম  সফল করার লক্ষে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাহবুব আহমদ সাহেব, বিয়ানীবাজর থানার এস.আই. জনাব মেহেদি ও বৈরাগীবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবুল কালাম মনু এবং বেষ্ট উম্মাহ কিন্ডার গার্ডেন মাদ্রাসার সভাপতি জনাব নুরুল ইসলাম, বৈরাগীবাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব জনাব শামসুল ইসলাম বেলালী সাহেব, জনাব আবুল হাসনাত (আঙ্গারজুর নয়াবাড়ী), ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব জালাল উদ্দিন, জনাব এস.এম. মানিক, জনাব সহিব উদ্দিন প্রমুখ।পরে দোয়া পরিচালনা করেন বৈরাগীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জনাব শামসুল ইসলাম বেলালী ।