০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় ধাপের ভো ট ২৯ মে অনুষ্ঠিত হবে, ১১২টি উপজেলায়

print news -

নিউজ ডেস্ক: তৃতীয় ধাপে ২৯ মে ১১২টি উপজেলা পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এসব উপজেলায় মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে বা অনলাইনে জমা দেওয়া যাবে ২ মে পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করা হবে ৫ মে, প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রচারণা শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি উপজেলায় ইভিএমে ভোট হবে; বাকিদের জন্য ব্যালট।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিস্তারিত জানান।

দেশে এখন ৪৯৫টি উপজেলা রয়েছে। এবার চার দফায় ৪৮৫ যোগ্য নির্বাচনে ভোটগ্রহণ হবে, বাকিগুলোতে সময়সীমার পর ভোটগ্রহণের আয়োজন করবে নির্বাচন কমিশন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ৮ মে এবং দ্বিতীয় ধাপে ২১ মে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর চতুর্থ দফার ভোট হওয়ার কথা ৫ জুন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটের সুযোগ থাকলেও এবারের নির্বাচনে স্থানীয় সরকার দলীয় প্রতীক বা মনোনয়ন দেবে না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে।

সুত্র: বিডি নিউজ ২৪

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

তৃতীয় ধাপের ভো ট ২৯ মে অনুষ্ঠিত হবে, ১১২টি উপজেলায়

প্রকাশিত হয়েছেঃ ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
print news -

নিউজ ডেস্ক: তৃতীয় ধাপে ২৯ মে ১১২টি উপজেলা পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এসব উপজেলায় মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে বা অনলাইনে জমা দেওয়া যাবে ২ মে পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করা হবে ৫ মে, প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রচারণা শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি উপজেলায় ইভিএমে ভোট হবে; বাকিদের জন্য ব্যালট।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিস্তারিত জানান।

দেশে এখন ৪৯৫টি উপজেলা রয়েছে। এবার চার দফায় ৪৮৫ যোগ্য নির্বাচনে ভোটগ্রহণ হবে, বাকিগুলোতে সময়সীমার পর ভোটগ্রহণের আয়োজন করবে নির্বাচন কমিশন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ৮ মে এবং দ্বিতীয় ধাপে ২১ মে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর চতুর্থ দফার ভোট হওয়ার কথা ৫ জুন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটের সুযোগ থাকলেও এবারের নির্বাচনে স্থানীয় সরকার দলীয় প্রতীক বা মনোনয়ন দেবে না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে।

সুত্র: বিডি নিউজ ২৪