০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট জেলা পরিষদে বিয়ানীবাজারের দুই প্রবাসী ব্যক্তিকে সংবর্ধনা

print news -

দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে বসবাসরত বিয়ানীবাজারের বাসিন্দাদের উদ্যোগে উপজেলার বাসিন্দা দুই প্রবাসী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করল সিলেট জেলা পরিষদ।
সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, প্রবাসে বাংলাদেশ তথা বিয়ানীবাজারের নতুন প্রজন্ম প্রতিষ্ঠিত হচ্ছে। তারা যেনো দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারে। তাই ভাল সময় নতুন প্রজন্মকে দেশে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিয়ানীবাজার সমিতির নেতৃবৃন্দসহ বাসিন্দাদের আহ্বান জানান।
সিলেটের বর্তমান প্রজন্ম অন্য দেশে যেতে চায়। তবে নতুন প্রজন্মের যারা প্রবাসে বড় হয়েছেন, তাদের দেশ সম্পর্কে জানাতে হবে, দেশে নিয়ে আসতে উদ্যোগী হতে হবে। আর বিয়ানীবাজার সমিতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে খুবই সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে শক্তিশালী। এভাবে বাংলাদেশে আসা প্রবাসীদের নিয়ে একত্রিত হতে পারলে সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে। বিদেশেও বিয়ানীবাজারবাসীকে হিসাবে রাখার কারণ হচ্ছে একতা। আর প্রবাসীরা আমাদের জন্য অনেক কিছু করেন। আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার অভাব থাকে না। হয়তো সময়ের অভাবে আপনাদের যথাযথ খেদমত করা সম্ভব হয় না, তারপরও প্রবাসীদের জন্য জেলা পরিষদের সেবা সব সময় উন্মোক্ত।

‍তিনি আরও বলেন, আমরা প্রবাসে গেলেও আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েও আমাদের সময় দেন। বিশেষ করে বিয়ানীবাজারের মানুষ বিশ্বের ধনী দেশগুলোতে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৭ সালে আমেরিকা সফরে গিয়ে দেখতে পারি বাংলাদেশ সমিতির সভাপতি বিয়ানীবাজারের কামাল হোসেন। করোনাকালে তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছি। আর সংবর্ধিত অতিথিরা বিশ্বে বিয়ানীবাজারের সুনাম অক্ষুন্ন রেখে চলেছেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক ৩ বারের সভাপতি আজিমুর রহমান বুরহান এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক মস্তফা কামাল। তারা দুজনেই এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক।
অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন -জেলা পরিষদের সদস্য খছরুল হক, ব্যাংকার আজাদ উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের খান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কবির আহমেদ খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মস্তাবুর রহমান, ডা.আনোয়ার হোসেন, জামশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, জেলা পরিষদের সদস্য খছরুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম পারভেজ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর যুবলীগ নেতা জুনেদ আহমদ, জুবের আহমদ, ও সুলতান মাহমুদ সাজু, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ খান, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক নাসির উদ্দিন,আহমেদ ফয়সাল প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

সিলেট জেলা পরিষদে বিয়ানীবাজারের দুই প্রবাসী ব্যক্তিকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছেঃ ০৫:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
print news -

দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে বসবাসরত বিয়ানীবাজারের বাসিন্দাদের উদ্যোগে উপজেলার বাসিন্দা দুই প্রবাসী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করল সিলেট জেলা পরিষদ।
সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, প্রবাসে বাংলাদেশ তথা বিয়ানীবাজারের নতুন প্রজন্ম প্রতিষ্ঠিত হচ্ছে। তারা যেনো দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারে। তাই ভাল সময় নতুন প্রজন্মকে দেশে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিয়ানীবাজার সমিতির নেতৃবৃন্দসহ বাসিন্দাদের আহ্বান জানান।
সিলেটের বর্তমান প্রজন্ম অন্য দেশে যেতে চায়। তবে নতুন প্রজন্মের যারা প্রবাসে বড় হয়েছেন, তাদের দেশ সম্পর্কে জানাতে হবে, দেশে নিয়ে আসতে উদ্যোগী হতে হবে। আর বিয়ানীবাজার সমিতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে খুবই সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে শক্তিশালী। এভাবে বাংলাদেশে আসা প্রবাসীদের নিয়ে একত্রিত হতে পারলে সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে। বিদেশেও বিয়ানীবাজারবাসীকে হিসাবে রাখার কারণ হচ্ছে একতা। আর প্রবাসীরা আমাদের জন্য অনেক কিছু করেন। আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার অভাব থাকে না। হয়তো সময়ের অভাবে আপনাদের যথাযথ খেদমত করা সম্ভব হয় না, তারপরও প্রবাসীদের জন্য জেলা পরিষদের সেবা সব সময় উন্মোক্ত।

‍তিনি আরও বলেন, আমরা প্রবাসে গেলেও আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েও আমাদের সময় দেন। বিশেষ করে বিয়ানীবাজারের মানুষ বিশ্বের ধনী দেশগুলোতে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৭ সালে আমেরিকা সফরে গিয়ে দেখতে পারি বাংলাদেশ সমিতির সভাপতি বিয়ানীবাজারের কামাল হোসেন। করোনাকালে তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছি। আর সংবর্ধিত অতিথিরা বিশ্বে বিয়ানীবাজারের সুনাম অক্ষুন্ন রেখে চলেছেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক ৩ বারের সভাপতি আজিমুর রহমান বুরহান এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক মস্তফা কামাল। তারা দুজনেই এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক।
অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন -জেলা পরিষদের সদস্য খছরুল হক, ব্যাংকার আজাদ উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের খান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কবির আহমেদ খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মস্তাবুর রহমান, ডা.আনোয়ার হোসেন, জামশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, জেলা পরিষদের সদস্য খছরুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম পারভেজ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর যুবলীগ নেতা জুনেদ আহমদ, জুবের আহমদ, ও সুলতান মাহমুদ সাজু, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ খান, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক নাসির উদ্দিন,আহমেদ ফয়সাল প্রমুখ।