০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কে হচ্ছেন কুড়ারবাজার ইউনিয়নের অভিভাবক

  • মাহবুবুল আলম
  • প্রকাশিত হয়েছেঃ ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৮৬ পড়া হয়েছেঃ
print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:: ৭ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের পরিচালনায় নির্বাচন আচরণ বিধি মেনে চলতে সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আহবান জানান। একই সাথে কোন প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করবেন। এ সময় প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রতীক বরাব্ধা করা হয়েছে।

উল্লেখ্য,চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের তারিখ আগামী ২৩ ডিসেম্বর এই ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোট নেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট নেওয়া হবে ২৬ ডিসেম্বর।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২৩ ডিসেম্বর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় ওই দিন ভোট নেওয়া সম্ভব হবে না।

ইসি সচিব হুমায়ন কবীর খোন্দকার বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এইচএসসি পরীক্ষার কারণে ভোটগ্রহণের সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে ২৩ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে ভোট নেওয়া হবে।

বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন যারা::

কে হচ্ছেন ৫নং কুড়ারবাজার ইউনিয়রনের চেয়ারম্যান বা অভিভাবক? চলছে ইউনিয়নবাসীর জল্পনা-কল্পনা। ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: বাহার উদ্দিন (নৌকা), বর্তমান চেয়ারম্যান এএফএম আবু তাহের( আনারস), বর্তমান ইউপি সদস্য স্বতন্ত্র প্রার্থী হাজী নজমুল হক(চশমা), স্বতন্ত্র প্রার্থী তুতিউর রহমান তুতা (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুমিত(ঘোড়া), মোহাম্মদ জাকারিয়া আহমদ (মটরসাইকেল)।

এ ৬ জনের মাঝে কে হবেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অভিভাবক এই নিয়ে ইউনিয়নবাসীর মুখে নানান কথাসহ জল্পনা-কল্পনার অন্ত নেই। শেষ সময় হিসেব মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে ভোটাররা। সর্বত্র এখন আলোচনা কে হচ্ছেন ইউপি চেয়ারম্যান? কার পাল্লা ভারী, শেষ হাসি কে হাসবে অথবা ভোটের শেষ হিসেব কি দাঁড়াবে এমন সব ভাবনা যেন আর সইছেনা মানুষের, আগামী ২৬ শে ডিসেম্বর নির্বাচন। ভোটাররা চাইছে নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেঁছে নিতে। কে কাকে ভোট দিবে, তা নিয়ে মাঠে-ঘাটে, চায়ের দোকান, রাস্তা-ঘাটে আলোচনা-পর্যালোচনার ঝড় বইছে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

কে হচ্ছেন কুড়ারবাজার ইউনিয়নের অভিভাবক

প্রকাশিত হয়েছেঃ ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:: ৭ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের পরিচালনায় নির্বাচন আচরণ বিধি মেনে চলতে সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আহবান জানান। একই সাথে কোন প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করবেন। এ সময় প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রতীক বরাব্ধা করা হয়েছে।

উল্লেখ্য,চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের তারিখ আগামী ২৩ ডিসেম্বর এই ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোট নেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট নেওয়া হবে ২৬ ডিসেম্বর।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২৩ ডিসেম্বর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় ওই দিন ভোট নেওয়া সম্ভব হবে না।

ইসি সচিব হুমায়ন কবীর খোন্দকার বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এইচএসসি পরীক্ষার কারণে ভোটগ্রহণের সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে ২৩ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে ভোট নেওয়া হবে।

বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন যারা::

কে হচ্ছেন ৫নং কুড়ারবাজার ইউনিয়রনের চেয়ারম্যান বা অভিভাবক? চলছে ইউনিয়নবাসীর জল্পনা-কল্পনা। ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: বাহার উদ্দিন (নৌকা), বর্তমান চেয়ারম্যান এএফএম আবু তাহের( আনারস), বর্তমান ইউপি সদস্য স্বতন্ত্র প্রার্থী হাজী নজমুল হক(চশমা), স্বতন্ত্র প্রার্থী তুতিউর রহমান তুতা (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুমিত(ঘোড়া), মোহাম্মদ জাকারিয়া আহমদ (মটরসাইকেল)।

এ ৬ জনের মাঝে কে হবেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অভিভাবক এই নিয়ে ইউনিয়নবাসীর মুখে নানান কথাসহ জল্পনা-কল্পনার অন্ত নেই। শেষ সময় হিসেব মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে ভোটাররা। সর্বত্র এখন আলোচনা কে হচ্ছেন ইউপি চেয়ারম্যান? কার পাল্লা ভারী, শেষ হাসি কে হাসবে অথবা ভোটের শেষ হিসেব কি দাঁড়াবে এমন সব ভাবনা যেন আর সইছেনা মানুষের, আগামী ২৬ শে ডিসেম্বর নির্বাচন। ভোটাররা চাইছে নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেঁছে নিতে। কে কাকে ভোট দিবে, তা নিয়ে মাঠে-ঘাটে, চায়ের দোকান, রাস্তা-ঘাটে আলোচনা-পর্যালোচনার ঝড় বইছে।