১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ বোনাসের টাকায় দুস্থদের খাদ্য সহায়তা দিলেন ঢাবি শিক্ষক

print news -

করোনাকালীন সময়ে ঈদ বোনাসের টাকায় দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

শনিবার (১৭ জুলাই) তিনি তার নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেন।

জানা যায়, ঢাবির এ অধ্যাপক নিজের ঈদ বোনাসের ৭০ হাজার টাকায় দরিদ্রদের সহযোগিতায় কয়েকজন মিলে একটি ফান্ড গঠন করেন। এরপর বগুড়া পৌরসভার অধীন কয়েকটি গ্রাম ও রাজাপুর, শাখারিয়া ইউনিয়ন মিলে মোট ১২টি গ্রামের ৩০০টি দুস্থ ও দরিদ্র পরিবারকে ৯০০ কেজি চাল, ৯০০ কেজি আটা ও ৫০০ কেজি আলু বিতরণ করেন। এছাড়াও গ্রামে গ্রামে ঘুরে আরও কিছু মানুষের হাতে খাদ্য সহায়তা পোঁছে দেন ঢাবির এই শিক্ষক। এ কাজে তাকে আর্থিক সহযোগিতা করেছেন আমেরিকান প্রবাসী ড. সাদিক মালিক, সারজুল ইসলামসহ আরো কয়েকজন।

এ বিষয়ে অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাড়িতে এলে আমি চেষ্টা করি কিছু সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমি খবর নিয়ে দেখলাম আশেপাশে অনেক মানুষ কষ্টে আছে, সরকারিভাবেও তারা সহযোগিতা পায়নি। তাই ভাবলাম এবার বড় পরিসরে একটু চেষ্টা করি। আমার ঈদ বোনাসের ৭০ হাজার টাকাসহ কিছু মানুষের সহযোগিতায় একটি ফান্ড গঠন করি। সেটি দিয়ে ৩০০ পরিবারকে কিছু সহায়তা করেছি। গ্রামে গ্রামে ঘুরে দেখেছি মানুষের কষ্ট। চেষ্টা করেছি সঠিক মানুষদের কাছে পোঁছে দিতে। এ কাজে আমাকে সহযোগিতা করেছে আমাদের ইউনিয়নের যুব সংঘ।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অসহায়ত্ব আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। আগামীকালও প্রায় ১০০ মানুষকে সহযোগিতা করব। আমি মনে করি সরকারের দায়িত্ব বেশি, যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু সেভাবে তারা সহযোগিতা করছে না। আমি সরকারকে এবং সমাজের বিত্তবানদের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

এইচআর/জেডএস

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

ঈদ বোনাসের টাকায় দুস্থদের খাদ্য সহায়তা দিলেন ঢাবি শিক্ষক

প্রকাশিত হয়েছেঃ ০৩:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
print news -

করোনাকালীন সময়ে ঈদ বোনাসের টাকায় দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

শনিবার (১৭ জুলাই) তিনি তার নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেন।

জানা যায়, ঢাবির এ অধ্যাপক নিজের ঈদ বোনাসের ৭০ হাজার টাকায় দরিদ্রদের সহযোগিতায় কয়েকজন মিলে একটি ফান্ড গঠন করেন। এরপর বগুড়া পৌরসভার অধীন কয়েকটি গ্রাম ও রাজাপুর, শাখারিয়া ইউনিয়ন মিলে মোট ১২টি গ্রামের ৩০০টি দুস্থ ও দরিদ্র পরিবারকে ৯০০ কেজি চাল, ৯০০ কেজি আটা ও ৫০০ কেজি আলু বিতরণ করেন। এছাড়াও গ্রামে গ্রামে ঘুরে আরও কিছু মানুষের হাতে খাদ্য সহায়তা পোঁছে দেন ঢাবির এই শিক্ষক। এ কাজে তাকে আর্থিক সহযোগিতা করেছেন আমেরিকান প্রবাসী ড. সাদিক মালিক, সারজুল ইসলামসহ আরো কয়েকজন।

এ বিষয়ে অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাড়িতে এলে আমি চেষ্টা করি কিছু সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমি খবর নিয়ে দেখলাম আশেপাশে অনেক মানুষ কষ্টে আছে, সরকারিভাবেও তারা সহযোগিতা পায়নি। তাই ভাবলাম এবার বড় পরিসরে একটু চেষ্টা করি। আমার ঈদ বোনাসের ৭০ হাজার টাকাসহ কিছু মানুষের সহযোগিতায় একটি ফান্ড গঠন করি। সেটি দিয়ে ৩০০ পরিবারকে কিছু সহায়তা করেছি। গ্রামে গ্রামে ঘুরে দেখেছি মানুষের কষ্ট। চেষ্টা করেছি সঠিক মানুষদের কাছে পোঁছে দিতে। এ কাজে আমাকে সহযোগিতা করেছে আমাদের ইউনিয়নের যুব সংঘ।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অসহায়ত্ব আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। আগামীকালও প্রায় ১০০ মানুষকে সহযোগিতা করব। আমি মনে করি সরকারের দায়িত্ব বেশি, যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু সেভাবে তারা সহযোগিতা করছে না। আমি সরকারকে এবং সমাজের বিত্তবানদের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

এইচআর/জেডএস