০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আজিজ ইবনে গণির দুটি কবিতা

print news -

আমি চাঁদটাকে ধরতে যাই

# আজিজ ইবনে গণি

আমি চাঁদটাকে ধরতে যাই
ধরবো ধরবো করে হাঁটতে থাকি চাঁদের পিছে পিছে
চাঁদও কম চালাকি জানে না
আমার আগে আগে বা পিছে পিছে
সে-ও হাঁটতে থাকে, হাঁটতেই থাকে

আমি যে তাকে ধরবো
কিভাবে ধরবো বলো, সে-ও তো নাছোড়বান্দা
আমার আগ কিংবা পিছ কিছুই ছাড়ে না
লালসার টোপ দেয় আমার দৃষ্টির সীমানায়
চোখ দিয়ে চাঁদ দেখি কিন্তু পরশ পায় না হাত
আর অস্তিত্বের

আমি আগ পিছ কিছুই ছাড়ছি না
চাঁদকে আমার চাই
চাঁদ ধরা দেবে না জানি, মেঘের আড়ালে লুকাবে সে
তা-ও আমি জানি, খুব জানি
আমিও কি কম জানি লুকোচুরি খেলা….!

১৬ নভেম্বর ২০২৩, বৈরাগীবাজার।

আমি লেখা চাই

# আজিজ ইবনে গণি

আমি লেখা চাই কবিদের কাছে
বাংলা ভাষায়, বাংলা ভাষার একটি কবিতা চাই
আমি একটা বই করবো, বাংলা ভাষায়
একুশ নিয়ে লিখবে সবাই, একুশ আমার প্রাণ,
একুশ আমার অক্সিজেন
একুশ নিয়ে তাই লিখবে, প্রাণের ভাষায় লিখবে,
প্রাণের ভাষায় পড়বে,
প্রাণের ভাষায় গাইবে মনের মত, ইচ্ছে মতো …

যদি না আসতো একুশ
আমি কি লিখতে পারতাম কবিতা, আমার মনের
সকল ভাব কি পারতাম প্রকাশ করতে ?
আমি কি চাইতে পারতাম কবিদের কাছে
কোনো কবিতা গল্প নাটক উপন্যাস প্রবন্ধ….
বের করতে পারতাম কোনো বই বাংলা ভাষায়
প্রাণের ভাষায়…..?

আমার একটা একুশ আছে বলে
আমি লেখা চাই কবিদের কাছে
আমার একটা একুশ আছে বলে কবিরা আছে
আমার একটা একুশ আছে বলে লিখতে পারি কবিতা
আমার একটা একুশ আছে বলে, বাংলা আছে
বাংলাদেশ আছে…..!

২২/০৭/২০২৩ , বৈরাগীবাজার।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

আজিজ ইবনে গণির দুটি কবিতা

প্রকাশিত হয়েছেঃ ০৩:৫৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
print news -

আমি চাঁদটাকে ধরতে যাই

# আজিজ ইবনে গণি

আমি চাঁদটাকে ধরতে যাই
ধরবো ধরবো করে হাঁটতে থাকি চাঁদের পিছে পিছে
চাঁদও কম চালাকি জানে না
আমার আগে আগে বা পিছে পিছে
সে-ও হাঁটতে থাকে, হাঁটতেই থাকে

আমি যে তাকে ধরবো
কিভাবে ধরবো বলো, সে-ও তো নাছোড়বান্দা
আমার আগ কিংবা পিছ কিছুই ছাড়ে না
লালসার টোপ দেয় আমার দৃষ্টির সীমানায়
চোখ দিয়ে চাঁদ দেখি কিন্তু পরশ পায় না হাত
আর অস্তিত্বের

আমি আগ পিছ কিছুই ছাড়ছি না
চাঁদকে আমার চাই
চাঁদ ধরা দেবে না জানি, মেঘের আড়ালে লুকাবে সে
তা-ও আমি জানি, খুব জানি
আমিও কি কম জানি লুকোচুরি খেলা….!

১৬ নভেম্বর ২০২৩, বৈরাগীবাজার।

আমি লেখা চাই

# আজিজ ইবনে গণি

আমি লেখা চাই কবিদের কাছে
বাংলা ভাষায়, বাংলা ভাষার একটি কবিতা চাই
আমি একটা বই করবো, বাংলা ভাষায়
একুশ নিয়ে লিখবে সবাই, একুশ আমার প্রাণ,
একুশ আমার অক্সিজেন
একুশ নিয়ে তাই লিখবে, প্রাণের ভাষায় লিখবে,
প্রাণের ভাষায় পড়বে,
প্রাণের ভাষায় গাইবে মনের মত, ইচ্ছে মতো …

যদি না আসতো একুশ
আমি কি লিখতে পারতাম কবিতা, আমার মনের
সকল ভাব কি পারতাম প্রকাশ করতে ?
আমি কি চাইতে পারতাম কবিদের কাছে
কোনো কবিতা গল্প নাটক উপন্যাস প্রবন্ধ….
বের করতে পারতাম কোনো বই বাংলা ভাষায়
প্রাণের ভাষায়…..?

আমার একটা একুশ আছে বলে
আমি লেখা চাই কবিদের কাছে
আমার একটা একুশ আছে বলে কবিরা আছে
আমার একটা একুশ আছে বলে লিখতে পারি কবিতা
আমার একটা একুশ আছে বলে, বাংলা আছে
বাংলাদেশ আছে…..!

২২/০৭/২০২৩ , বৈরাগীবাজার।