ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সাফজয়ী ফুটবলার আঁখি খাতুন। চীনের এইজ জি এ টেনিস ক্লাবের কোচ শরিফুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নবদম্পতি তাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে আঁখির বাবা আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাবাড়িয়া এলাকায় আঁখির পিত্রালয়ে বিয়ের আয়োজন হয়, যেখানে শুভাকাঙ্ক্ষীরা বর-কনেকে দেখতে ভিড় করেন।
চার বছর আগে চীন থেকে বাংলাদেশে আসেন শরিফুল ইসলাম, শুধু আঁখির খেলা দেখার জন্য। মাঠে তাদের প্রথম দেখা হয়, সেখান থেকেই সম্পর্কের সূচনা। ধীরে ধীরে গড়ে ওঠে গভীর বন্ধন, যা শেষ পর্যন্ত পরিণয়ে রূপ নেয়।
শরিফুল ইসলাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র এবং বর্তমানে চীনের এইজ জি এ টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত। অন্যদিকে, আঁখি খাতুন বর্তমানে চায়নার স্ককর ওয়ার্ড ক্লাবে খেলছেন। বাংলাদেশের হয়ে তিনি ১৮টি ম্যাচ খেলেছেন।
২০১৮ সালে টেলিভিশনে আঁখির খেলা দেখে মুগ্ধ হন শরিফুল। এরপর ২০২১ সালে মাঠে বসে তার খেলা দেখতে চীন থেকে দেশে আসেন তিনি। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং এক পর্যায়ে তারা পরিবারের কাছে বিয়ের সিদ্ধান্তের কথা জানান। পরিবারের সম্মতিতে তারা শুভ পরিণয়ে আবদ্ধ হন।
২০২৩ সালে আঁখি বাফুফে ক্যাম্প ছেড়ে দেন এবং এরপর আর সেখানে ফেরেননি। তবে তিনি খেলাটিকে ছাড়তে চান না। আঁখির ভাষায়, “টিংকু (শরিফুল) আমার খেলার বিশাল ভক্ত। তার ভালোবাসা ও সমর্থন আমাকে মুগ্ধ করেছে। বিয়ের পরও আমি পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যেতে চাই।”
আঁখির বাবা আক্তার হোসেন জানান, বিয়ের পর থেকে নবদম্পতি শাহজাদপুরে তার বাড়িতে অবস্থান করছেন। তবে তারা শিগগিরই চীনে ফিরে যাবেন। তিনি সবাইকে তাদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন