০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৈরাগীবাজার দ্বৈত আন্তঃ গ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, মাদক নয় খেলাধুলায় মিলবে জয়। এই স্লোগানকে সামনে রেখে বৈরাগীবাজার এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে বৈরাগীবাজার দ্বৈত আন্তঃ গ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।IMG 20211126 WA0035 -
২৬ নভেম্বর (শুক্রবার) বৈরাগীবাজার হাই স্কুল রোড সংলগ্ন মাঠে জুয়েল আহমদ ও সাদিকুর রহমানের সঞ্চালনায় ৫ নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান এ.এফ.এম আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কাতার প্রবাসী শাহীন আহমদ।

উদ্বোধনী ১ম খেলায় সাদিক জুটি, আঙ্গারজুর বনাম শুভন-ছুবাহান জুটি, বৈরাগীবাজার প্রতিধন্ধিতা করে শুভন-ছুবাহান জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভন।
২য় খেলায় খালেদ-রাজু জুটি বনাম রিয়েল ফ্রেন্ড জুটি হাতিটিলা । খালেদ-রাজু জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন খালেদ ।

প্রধান উদ্বোধক হিসেবে টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান এ.এফ.এম আবু তাহের, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান রহমান তোতা, বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারী আব্দুল জলিল প্রধান অতিথি শাহীন আহমেদ (কাতার প্রবাসী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুবের আহমদ ব্রাজিল প্রবাসী , মহাম্মদ আলি , বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী জিয়াউর রহমান স্বপন ,পল্লীবাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীত প্রশিক্ষক শিল্পী এস.এম মানিক,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর অর্ন্তভূক্ত রেফারী সাবেক ফুটবলার লুৎফুর রহমান, ডা: জয়নুল ইসলাম, প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল।। বিশিষ্টজনের শোক প্রকাশ

বৈরাগীবাজার দ্বৈত আন্তঃ গ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রকাশিত হয়েছেঃ ১২:২৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, মাদক নয় খেলাধুলায় মিলবে জয়। এই স্লোগানকে সামনে রেখে বৈরাগীবাজার এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে বৈরাগীবাজার দ্বৈত আন্তঃ গ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।IMG 20211126 WA0035 -
২৬ নভেম্বর (শুক্রবার) বৈরাগীবাজার হাই স্কুল রোড সংলগ্ন মাঠে জুয়েল আহমদ ও সাদিকুর রহমানের সঞ্চালনায় ৫ নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান এ.এফ.এম আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কাতার প্রবাসী শাহীন আহমদ।

উদ্বোধনী ১ম খেলায় সাদিক জুটি, আঙ্গারজুর বনাম শুভন-ছুবাহান জুটি, বৈরাগীবাজার প্রতিধন্ধিতা করে শুভন-ছুবাহান জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভন।
২য় খেলায় খালেদ-রাজু জুটি বনাম রিয়েল ফ্রেন্ড জুটি হাতিটিলা । খালেদ-রাজু জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন খালেদ ।

প্রধান উদ্বোধক হিসেবে টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান এ.এফ.এম আবু তাহের, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান রহমান তোতা, বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারী আব্দুল জলিল প্রধান অতিথি শাহীন আহমেদ (কাতার প্রবাসী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুবের আহমদ ব্রাজিল প্রবাসী , মহাম্মদ আলি , বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী জিয়াউর রহমান স্বপন ,পল্লীবাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীত প্রশিক্ষক শিল্পী এস.এম মানিক,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর অর্ন্তভূক্ত রেফারী সাবেক ফুটবলার লুৎফুর রহমান, ডা: জয়নুল ইসলাম, প্রমুখ।