প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক:
বাংলাদেশ ফিমেইল একাডেমিতে কম্পিউটার ও বই প্রদান

চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় সফলভাবে সম্পন্ন হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায়“প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি”ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার আইএফআইসি ব্যাংক পিএলসি সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমিকে দুইটি ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ও শিক্ষণীয় বই প্রদান করেছে। সোমবার (২৩ জুন) দুপুর বারোটার দিকে একাডেমির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব উপহার হস্তান্তর করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করার লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইএফআইসি ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি জামিল চৌধুরী, আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা নাজমা বেগম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম, সিলেট শাখার ব্যবস্থাপক মোঃ কাইয়ুম চৌধুরী, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, একাডেমির শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, নারীদের প্রযুক্তি শিক্ষায় অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই সমাজ গঠন সম্ভব। প্রদত্ত কম্পিউটার ও বই শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করবে এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক নারীদের প্রযুক্তি শিক্ষায় উৎসাহ প্রদানে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও নানা ধরনের কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।