হজে কমলো খরচ, সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, এ বছর সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য প্যাকেজ–১ (বিশেষ), প্যাকেজ–২ এবং প্যাকেজ–৩ নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ–১ (বিশেষ): এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার হারাম শরীফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনার কেন্দ্রীয় এলাকায় আবাসনের সুযোগ পাবেন। একরুমে সর্বোচ্চ পাঁচজন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–২ এ তাঁবুতে অবস্থান এবং ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
হজ প্যাকেজ–২: এটি তুলনামূলক সুলভ প্যাকেজ। এ প্যাকেজে হজযাত্রীরা মক্কার হারাম শরীফ থেকে ১ দশমিক ২ কিলোমিটার থেকে ১ দশমিক ৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনার কেন্দ্রীয় এলাকায় আবাসনের সুযোগ পাবেন। একরুমে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–২ এ তাঁবু ও ডি ক্যাটাগরির সার্ভিস থাকবে। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
হজ প্যাকেজ–৩: এটি নতুন সংযোজন ও সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। এ প্যাকেজে হজযাত্রীদের আবাসন মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার কেন্দ্রীয় এলাকার বাইরে হবে। একরুমে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–৫ এ তাঁবুতে অবস্থান এবং ডি ক্যাটাগরির সার্ভিস থাকবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাসের সুবিধা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হজযাত্রীরা প্রয়োজনে অতিরিক্ত অর্থ দিয়ে রুম আপগ্রেডেশন এবং স্বল্পমেয়াদি প্যাকেজের সুযোগ নিতে পারবেন। নিয়মিত প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪৭ দিন, আর স্বল্পমেয়াদি প্যাকেজে ২২ থেকে ৩০ দিন।
এছাড়া জানানো হয়, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে এবং সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।
২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর যাওয়ার সুযোগ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে সোমবার (২৬ মে)। আর হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।