বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

কিশোরগঞ্জে ৩৮৫ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সাড়ম্বর প্রস্তুতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম
কিশোরগঞ্জে ৩৮৫ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সাড়ম্বর প্রস্তুতি

কিশোরগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে সাড়ম্বরে। এবার জেলায় ৩৮৫টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় ২৫০০ আনসার ও ভিডিপি সদস্য থাকছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬১টিসহ জেলায় সর্বমোট ৩৮৫  মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আবার কিছু স্থানে পূজা অনুষ্ঠিত হবে ব্যক্তিগত উদ্যোগেও। এতে করে মন্ডপের সংখ্যা বেশিও হতে পারে বলে জানা গেছে। পুজা মন্ডগুলোতে আনসার ভিডিপির সদস্যদেরকে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে আনসারদেরকে প্রশিক্ষণ প্রদান করে মন্ডপে মোতায়েন করে রাখা হয়েছে। এবারে জেলায় পঁচিশ শত আনসার ভিডিপির সদস্য নিরাপত্তায় থাকছে। এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের ২ টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স পূজামন্ডপে নিরাপত্তায় টহল পরিচালনা করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

শারদীয় দুর্গোৎসব সামনে রেখে কিশোরগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মহড়া দিচ্ছে। স্থানীয় মার্কেটগুলোতেও জমে উঠেছে পূজার কেনাকাটা।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, পূজার প্রস্তুতির আয়োজন প্রায় শেষ পর্যায়ে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান পূজা উদযাপন পরিষদ নেতারা।

কিশোরগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোবারক হোসেন বলেন,কিশোরগঞ্জ সদরে ১ম ধাপে ২৪/৯/২০২৫ তারিখ হতে ২৬/৯/২০২৫ তারিখ পর্যন্ত ০৩ দিনে জন্য ৬১ টি পুজামন্ডপে ১৫২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ২য় ধাপে ২৭/৯/২০২৫ তারিখ হতে ০২/১০/২০২৫ পর্যন্ত ০৬ দিনের জন্য ৩৯৬ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হবে।

কিশোরগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যন্ট মোঃ আশরাফুল হক বলেন,২৪ ও ২৬ সেপ্টেম্বর এ ৩ দিনের জন্য জেলার ৩৮৫ টি পুজা মন্ডপে ৯৬৮ জন আনসার ভিডিপির সদস্য মোতায়েন আছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর  পর্যন্ত ৬ দিনের জন্য জেলার সকল মন্ডপে মন্ডপের গুরুত্ব বিবেচনায় ২৫০৮ জন  আনসার ভিডিপি সদস্য মোতায়েন হবে বলে জানিয়েছেন এই ককর্মকর্তা।

সম্প্রতি  কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।  পরিদর্শনকালে তিনি আসন্ন দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন । এই বছর পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং প্রস্তুতি সভা করছেন। জেলা প্রশাসন ৬টি ভিজিলেন্স টিমও গঠন করেছে।

কালীবাড়ি  পরিদর্শনকালে সাথে ছিলেন কিশোরগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্মসচিব), পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী বিপিএম,এডিসি জেনারেল মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ,কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধন, সাধারণ সম্পাদক পলাশ কুমার দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. এরশাদুল আহমেদ বলেন,শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ফৌজিয়া খান জেলার সরকারি ককর্মকর্তা,পুঁজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে ৬টি ভিজিলেন্স টিম গঠন করে দিয়েছেন। গঠিত টিম জেলায় স্থাপিত পূজামন্ডপসমূহের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। ৫  নাম্বার ভিজিলেন্স টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে আমিও একটি প্রস্তুতি  সভা করেছি।

পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের, বৈষম্য বিরোধী ছাত্র জনতার সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে নিবেদিত হয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কানাইঘাটে লাবণ্য সিতি ফাউন্ডেশনের শারদীয় উপহার সামগ্রী বিতরণ

কানাইঘাট প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:৪০ এম
কানাইঘাটে লাবণ্য সিতি ফাউন্ডেশনের শারদীয় উপহার সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও কানাইঘাটের স্বনামধন্য সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান লাবণ্য সিতি ফাউন্ডেশন-এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ও ঐতিহ্যবাহী বামজঙ্গা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. মানিক লাল দাস। সঞ্চালনায় ছিলেন কানাইঘাট পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার মিলন কান্তি দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী দূর্গা কুমার দাস এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস।

এছাড়া বক্তব্য রাখেন লাবন্য সিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, পূজা পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, বিকাশ চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান চৌধুরী ও সুকান্ত চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন নিজ চাউরা পূজা মণ্ডপ কমিটির সভাপতি মাস্টার দয়াময় দাস। অনুষ্ঠানে গীতা পাঠ করেন সনজিত চন্দ্র দাস।

বক্তারা তাদের বক্তব্যে চিত্রশিল্পী ভানু লাল দাসের মানবকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। সঞ্চালক মিলন কান্তি দাসও ফাউন্ডেশনের পূর্ববর্তী সমাজসেবামূলক কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে চিত্রশিল্পী ভানু লাল দাস বলেন—
“মানুষের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। অবহেলিত ও বঞ্চিত কানাইঘাটবাসীর সেবা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত পূণ্যার্থীদের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

“হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে” — এম এ মতীন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম
“হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে” — এম এ মতীন

বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির রাজনীতি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ, যার মূল লক্ষ্য হলো এ দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপির কাছে বিদেশি নীতির কোনও স্থান নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সাম্য, সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে—এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।”

শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে এম এ মতীন উপজেলার বিষ্ণুপুর, কসব,কাঁশোপাড়া,মৈনম ইউনিয়নের বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেন এবং আয়োজক ও স্থানীয় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিশ্বজিৎ কুমারসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা এম এ মতীন বলেন, “বিগত ১৭ বছরে যেসব ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্নভাবে দমন-পীড়ন চালিয়েছে, জমি দখল করেছে, নিরাপত্তাহীনতা তৈরি করেছে। কিন্তু বিএনপি সবসময় সজাগ থেকেছে। দলের পক্ষ থেকে নেতাকর্মীরা পাহারার দায়িত্ব পালন করেছে এবং যে কোনও হামলা-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের দলের অনেক নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু তারপরও আমরা মাঠ ছাড়িনি, কারণ এটা নৈতিক দায়িত্ব ও মানবিক কর্তব্য।”

বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরে মতীন বলেন, “আমাদের সবার দায়িত্ব হলো—যাতে এই দেশে কোনও ধর্মীয় সংখ্যালঘু নিজ ধর্ম পালন করতে গিয়ে আতঙ্কে না থাকে। সবাই যেন উৎসব উদযাপন করতে পারে নিরাপদে, আনন্দে, সম্মানের সঙ্গে।”

তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সব ধর্মের মানুষের পাশে রয়েছে এবং থাকবে।”

বিএনপি নেতাদের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা। তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতাকেও ধন্যবাদ জানান।

স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের একজন সদস্য বলেন, “বিএনপি নেতারা প্রতিবছর পূঁজায় আমাদের পাশে থাকেন। এবারও তারা এসে আমাদের খোঁজ নিয়েছেন, অনুদান দিয়েছেন—আমরা খুবই কৃতজ্ঞ।”

রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

মশিউর রহমান রাজশাহী ব্যুরো: প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম
রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

“Don’t Miss a Beat — প্রতিটি হৃদস্পন্দনই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিশ্ব হার্ট দিবস-২০২৫ পালিত হয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

সকাল ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও ফ্রি-চিকিৎসা সেবায় ৩০০-এর অধিক হৃদরোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর পরিচালক ও চিফ কনসালট্যান্ট প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ. এস. এম. সায়েম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি খন্দকার এনায়েত হোসেন বাবু ও মোঃ হাসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মোঃ হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক এ. কে. মাসুদসহ নির্বাহী ও আজীবন সদস্যবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য মোঃ এনামুল হক এবং মেডিকেল অফিসার ডাঃ নাফিসা লুবাবা নদী

error: এই ওয়েবসাইটের কোন কনটেন্ট কপি করা যাবে না।