জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে তালামীযে ইসলামীয়ার মুবারক র্যালী।
মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচী পালন করে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা রোববার দিনব্যাপী জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় পরিষদের সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ নাসির খাঁন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম হাজারী, আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি, জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মকসুদ জুনেদ, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সাগরনাল ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ, আল ফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন, গরেরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা সালাহ উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ এবাদুর রহমান, সাগরনাল ইউনিয়ন সভাপতি মারুফুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন সভাপতি শাওন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক খন্দকার শামীম আহমদ।
এছাড়া উপস্থিাত ছিলেন জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আল-ইসলাহ’র সাবেক সভাপতি মাওলান্ াগোলাম মোস্তফা, জুড়ী শহর আল ইসলাহ’র সভাপতি মাহবুব আলম আয়াজ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম কামরুল ইসলাম, আইনুদ্দিন আলী, শহর আল ইসলাহ’র সহ-সভাপতি জাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাম উদ্দিন মাসু, উপজেলা আল-ইসলাহ’র দায়িত্বশীল খুরশিদ আলম, বিয়ানিবাজার উপজেলা তালামীযের সাবেক সভাপতি ফয়জুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামাদুল ইসলাম, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন, সহ সুপার হাফিজ আশিকুর রহমান, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন সভাপতি হাসান আহমদ প্রমুখ।
সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে খন্ড খন্ড মিছিল এসে শিশু পার্কে জড়ো হয়। দুপুর ২ঘটিকায় আয়োজক সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বিশাল র্যালি বের হয়। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার পক্তি অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসুল ছাত্রজনতার সুরে সুরে ধ্বণিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, ত্বালায়াল বাদরু আলাইনা, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম, ত্রি-ভুবনের প্রিয় মোহাম্মদ, তোরা দেখে যা এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি শহরের আকাশ বাতাস মুখরিত করে পুনরায় শিশু পার্কে এসে মিলিত হয়। পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ বদরুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ লতিফি।