জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে অনড় , ইসির সাফ না

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় থাকলেও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই প্রতীক তাদের তালিকায় নেই। তাই এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই নিতে হবে। সেখানে শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নেই।’
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক শেষে তিনি জানান, তাদের দল শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। তিনি বলেন, ‘আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার দাবিতেই আছি। এর বাইরে কিছু চাই না। তবে শুনছি এ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নিবন্ধন হলে অবশ্যই শাপলা প্রতীক দিয়েই হতে হবে, এর ব্যত্যয় আমরা মানব না।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, তাদের দল নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে। তিনি বলেন, ‘আমাদের সার্ভে অনুযায়ী ১৫০ আসনে জয়ের সম্ভাবনা আছে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী, সাংবাদিক, শ্রমিক, কৃষক—সবার প্রার্থিতাকে গুরুত্ব দিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।’ বিএনপির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না।
এদিকে ইসি সচিব মঙ্গলবার আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। কার্যক্রম শেষ হলে কমিশন তা ঘোষণা করবে। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ও আরপিও নিয়ে ইসি কাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেতৃত্ব, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।