বাগমারা উপজেলা ও ভবনীগঞ্জ পৌরসভা মহিলা দলের কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামশাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন এর নির্দেশনায় বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বাগমারা উপজেলার দেউলিয়া বাসস্ট্যান্ড রানী রিভারভিউ স্কুল মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামশাদ বেগম মিতালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা রূমেনা হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথিঃ জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, আহ্বায়ক,বাগমারা উপজেলা বিএনপি।
উদ্বোধকঃ জনাব আব্দুর রাজ্জাক, সভাপতি ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি।
বিশেষ অতিথিঃ জনাব রেজাউল করিম টুটুল, সদস্য সচিব,রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল।
জনাব আব্দুল মালেক,সাধারণ সম্পাদক,ভবানীগঞ্জ পৌরসভা, বিএনপি।
জনাব আহসান হাবীব, সাংগঠনিক,সম্পাদক,ভবানীঞ্জ পৌরসভা বিএনপি।
মিসেস উম্মে হানি, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা মহিলা দল।
সেলিনা আক্তার শাপলা, সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা মহিলা দল।
উক্ত কর্মীসভায় বাগমারা উপজেলা মহিলা দলের সভাপতি হিসাবে নেহার বানু ও সাধারণ সম্পাদক রূপালী বেগম এর নাম প্রস্তাব করলে প্রায় ১হাজার নারী নেত্রীদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা দলের সভাপতি হিসাবে শাহিনা পারভীন ডলী ও সাধারণ সম্পাদক পোলিনা খাতুন এর নাম প্রস্তাব করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারাও নির্বাচিত হয়। সভা শেষে জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত কমিটির নাম ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।