বৈরাগীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র কমিটি গঠন: সভাপতি দুলা মিয়া সম্পাদক লিটন

বৈরাগীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। লন্ডনের একটি অভিজাত রেস্তুরায় বৈরাগীবাজার জনকল্যান সমিতির সাবেক সভাপতি রফিক আনোয়ার বাবুল এর সভাপতিত্বে, সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান মিনুর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন, আরিয়ান আহমেদ। উক্ত অনুষ্ঠানে আকমল হোসেন দুলা মিয়াকে সভাপতি, রেজাউল হক লিটনকে সাধারণ সম্পাদক ও নাসির শহীদকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৈরাগীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র কার্যকরি ও উপদেষ্ঠা কমিটির এক সভায় দায়িত্বশীলরা নতুন এ কমিটি ঘোষণা করেন। বৈরাগীবাজার জনকল্যাণ সমিতির ২০২৫-২০২৭ সালের পরিচালনা পরিষদের পূর্নাঙ্গ কমিটি নিন্ম উপস্থান করা হলো।
নতুন কমিটির সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি : আমিনুল ইসলাম -মন্টু, সহ-সভাপতি :নাজমুল ইসলাম-মানিক, সহ-সভাপতি : মুজিবুর রহমান-বাবুল, সহ -সভাপতি: আতাউর রহমান,সহ-সভাপতি:আলী হোসেন, যুগ্ম সাধারণ সন্পাদক-মামুনুর রশিদ, যুগ্ম-কোষাধ্ক্ক:রুহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : মুজিবুর রহমান, যুগ্ম – সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ আলমগীর, প্রচার সম্পাদক: জাহিদুল ইসলাম, যুগ্ম প্রচার সম্পাদক : মোহাম্মদ হালিম, সাংস্কৃতিক সম্পাদক: শাহিদ উদ্দিন -মজনু, ক্রীড়া সম্পাদক : ফয়জুর রহমান, আপ্যায়ন সম্পাদক :আমিনুল ইসলাম, যুগ্ম আপ্যায়ন সম্পাদক : মস্তাবুর, তথ্য প্রযুক্তি সম্পাদক :মাহমুদুন নবী, সমাজ কল্যাণ সম্পাদক :সেলিম উদ্দিন, শিক্ষা সম্পাদক : আবু মোহম্মদ ইয়াহিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক :ফারুক আহমেদ, যুব উন্নয়ন সম্পাদক : মামুন হাসান, অনুষ্ঠান ব্যবস্থাপনা সন্পাদক : লিমন, যুগ্ম অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক: জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: আমিনা ইয়াহিয়া।
নতুন কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন, আয়নুল হক, শাহিন আহমেদ, শামীম আহমেদ, আব্দুল ওয়াদুদ, আলী রউফ-জুয়েল, আমির হোসেন।
নতুন কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হচ্ছেন, আফতাব উদ্দিন, মুজিবুর রহমান-মিনু, রফিক আনোয়ার, ময়নুল হক, মোঃ রুহুল আমীন-সুমন, তজম্মল হক, কলিম উদ্দিন , মোঃসমছুল হক, মোঃ আমীর হোসেন (১)।