বিমান বিধ্বস্ত: দগ্ধ ৩৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, অন্তত ১০ জন সংকটাপন্ন

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল সোয়া চারটার সময় এই তথ্য নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকগণ রয়েছেন এবং অধিকাংশের শ্বাসনালি পুড়ে গেছে বলে জানা গেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে দ্রুত নিয়ে আসা শুরু হয়। বেশির ভাগ দগ্ধরা চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী, যাদের হাত, পা, মুখ, বুক ও পিঠে গভীর দগ্ধের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়, যার কারণে চিকিৎসকরা তাৎক্ষণিক সেবা প্রদান করে এনেছেন। বেশ কিছু দগ্ধকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, দগ্ধদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের অধিকাংশের শ্বাসনালি পুড়ে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিকেল সোয়া চারটার দিকে গুরুতর দগ্ধ এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে এবং প্রচণ্ড শ্বাসকষ্টের কারণে তাকে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত সেবা প্রদানে চিকিৎসক এবং উদ্ধারকর্মীরা যথাযথভাবে কাজ করছেন। আহতদের জন্য সব ধরনের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছেন।