বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বৃত্তি প্রদান ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের তিন জন শিক্ষক চাকুরি থেকে অবসর জনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণির কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, সহকারী শিক্ষক হাজেরা বেগম, সহকারী শিক্ষক আব্দুল হেকিম কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বৈরাগীবাজার উচ্চ বিদ্যালেয়ের সহকারী শিক্ষক সুশান্ত হালদার ও আলী হোসেন এর সঞ্চালনায় বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনিতিবিদ ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসানাত, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ, হাজী আয়াতুর রহমান বৃত্তি ট্রাস্টের প্রতিনিধি মো: রজমান আলী, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তারুজ্জামান আজব আলী, বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের সাবেক সভাপতি আবুল কালাম মনু, বৈরাগীবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মশাইদ আলী(মাস্টার), বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া আহমদ, ডা. সামছুল হক, সাবেক মেম্বার ময়নুল হক, আব্দুল আজিজ, বিশিষ্ট রাজনীতিবিদ জিয়াউল হক, বাফুফের অন্যতম সদস্য লুৎফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মানোন্নয়নে বৃত্তি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বৃত্তি প্রদানকারী মহান ব্যক্তিবর্গের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও সাফল্যের পথে অগ্রসর হতে সহায়তা করবে।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরাও বৃত্তিদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় যে, এই আর্থিক সহায়তা তাদের শিক্ষাজীবনে নতুন উদ্যম ও উৎসাহ জোগাবে।
দীর্ঘদিন শিক্ষকতা জীবনের আলো ছড়িয়ে দেওয়ার পর আজ বিদ্যালয় থেকে বিদায় নিলেন আমাদের শিক্ষকবৃন্দ বিদায় মুহূর্তে বিদ্যালয়ের পরিবেশ জুড়ে নেমে আসে গভীর আবেগ ও বেদনার ছায়া।
শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় শিক্ষকদের বিদায় জানিয়ে বলেন, “আমরা কখনোই প্রিয় শিক্ষকগণকে ভুলতে পারব না। তাঁদের স্নেহ, মমতা ও শিক্ষার আলো আমাদের জীবনের পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ছাত্র-ছাত্রীরা আরও জানান, প্রিয় শিক্ষকদের বিদায় তাঁরা মেনে নিতে পারছেন না। শিক্ষকতার মহৎ পেশার প্রতি সম্মান জানিয়ে তারা শিক্ষকদের দোয়া চেয়েছে, যাতে আগামী দিনে তারা মানুষের মত মানুষ হতে পারে এবং শিক্ষার আলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারে।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের সুস্থ, সুন্দর ও শান্তিময় আগামী জীবন কামনা করেন।