১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে বিয়ানীবাজারের শিক্ষার্থীরা

print news -

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করছেন সিলেটের বিয়ানীবাজারে সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্রাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তারা সড়ক ও এর আশপাশে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন। বিষয়টি বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছে।FB IMG 1723137271087 -

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করছেন সিলেটের বিয়ানীবাজারে সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে সিলেট -বারইগ্রাম মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন সরকারি -বেসরকারি স্থাপনার সামনে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।FB IMG 1723137271087 1 -

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা আজকে সকালেই আসে আমার অফিসে। আলাপ হয় তাদের ভাবনা নিয়ে। উনারা সকলে একত্রে উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করার আগ্রহ প্রকাশ করলে তাদেরকে স্বাগত জানানো হয়। পরিস্কার করার সকল সরঞ্জাম তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়।ছাত্র-ছাত্রীরা একত্রে উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করে ফেলেন। পরবর্তীতে তাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করা হয়। অপরদিকে যে সকল ছাত্ররা রাস্তায় দাড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তাদেরকে প্রদান করা হয় জার্সি ও মাথার ক্যাপ। আশা করছি আগামীর বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকবে।FB IMG 1723138860937 -

এ সময় ছাত্রছাত্রীরা বলেন, আমাদের সাথে এলাকার সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। ময়লা ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে সবার। রাস্তাঘাটে কোথাও ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট একটি স্থানে ময়লা আবর্জনা ফেললে পরিষ্কার থাকবে এলাকা। তাই এসব কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত হলো ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার

এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় নাগরিকেরা এবং তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম শহরের সার্বিক উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে এলাকার প্রশাসনও তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় আমাদের নিজ উদ্যোগে আমার শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে আমরা রাস্তায় নেমেছি। এ সময় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার শুকনো খাবার ও পানি বিতরণ করেছেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। এমন মহৎ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, যা যা করতে পারবে

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে বিয়ানীবাজারের শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছেঃ ১১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
print news -

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করছেন সিলেটের বিয়ানীবাজারে সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্রাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তারা সড়ক ও এর আশপাশে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন। বিষয়টি বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছে।FB IMG 1723137271087 -

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করছেন সিলেটের বিয়ানীবাজারে সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে সিলেট -বারইগ্রাম মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন সরকারি -বেসরকারি স্থাপনার সামনে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।FB IMG 1723137271087 1 -

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা আজকে সকালেই আসে আমার অফিসে। আলাপ হয় তাদের ভাবনা নিয়ে। উনারা সকলে একত্রে উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করার আগ্রহ প্রকাশ করলে তাদেরকে স্বাগত জানানো হয়। পরিস্কার করার সকল সরঞ্জাম তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়।ছাত্র-ছাত্রীরা একত্রে উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করে ফেলেন। পরবর্তীতে তাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করা হয়। অপরদিকে যে সকল ছাত্ররা রাস্তায় দাড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তাদেরকে প্রদান করা হয় জার্সি ও মাথার ক্যাপ। আশা করছি আগামীর বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকবে।FB IMG 1723138860937 -

এ সময় ছাত্রছাত্রীরা বলেন, আমাদের সাথে এলাকার সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। ময়লা ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে সবার। রাস্তাঘাটে কোথাও ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট একটি স্থানে ময়লা আবর্জনা ফেললে পরিষ্কার থাকবে এলাকা। তাই এসব কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত হলো ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার

এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় নাগরিকেরা এবং তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম শহরের সার্বিক উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে এলাকার প্রশাসনও তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় আমাদের নিজ উদ্যোগে আমার শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে আমরা রাস্তায় নেমেছি। এ সময় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার শুকনো খাবার ও পানি বিতরণ করেছেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। এমন মহৎ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।