“বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত হবে”— দুর্গাপুরে নজরুল ইসলাম মন্ডল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৫ আসনে দুইবারের মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক একজন নেতা। তিনি-ই সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। বিএনপি শুরু থেকেই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। অতীতে যেমন মানুষের ধর্মীয় অধিকার ও মূল্যবোধ রক্ষায় কাজ করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আজকের যুগোপযোগী রাজনৈতিক লক্ষ্য। নতুন নতুন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করা যাবে না। দেশের মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে অনুষ্ঠিত হয় এক বিশাল মোটরসাইকেল র্যালি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক (রাজন)। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা মৃধা, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মৃদুল সরকার, উপজেলা বিএনপির সদস্য বাক্কার হোসেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেনসহ দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
আলোচনা সভা শেষে কাঁঠালবাড়িয়া থেকে শুরু হওয়া মোটরসাইকেল র্যালিটি ঝালুকা বাজার ঘুরে কুহাড় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন