সিলেট এমএজি ওসমানী মেডিকেল দালাল নিয়ন্ত্রণে কঠোর হবে প্রশাসন: জেলা প্রশাসক

সিলেটের প্রধান চিকিৎসাকেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময় তিনি হাসপাতালের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, হাসপাতালের সেবাকে আরও উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “ওসমানীকে অল্প সময়ের মধ্যে সিলেট অঞ্চলের অন্যতম ভালো হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।”
ডিসি সারওয়ার আলম বলেন, “এটি ৯০০ শয্যার হাসপাতাল হলেও জনবল আছে ৫০০ শয্যার মান অনুযায়ী। অথচ প্রতিদিন ধারণক্ষমতার তিন-চারগুণ রোগী থাকে। আজকেও প্রায় ২৭০০ রোগী ভর্তি রয়েছে। রোগীদের সঙ্গে ৩-৪ জন এটেনডেন্ট থাকায় পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং সেবায় ব্যাঘাত ঘটে।”
হাসপাতালে দালালদের উৎপাত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “ওসমানীতে কোনো দালাল ঢ়ুকতে পারবে না। কেউ রোগী ভাগিয়ে নিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এজন্য তিনি নিজে নিয়মিতভাবে হঠাৎ পরিদর্শনে আসবেন বলে জানান। পাশাপাশি পার্কিং সমস্যাসহ অন্যান্য চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা থাকলে খুব শিগগিরই ওসমানী মেডিকেলকে সিলেটের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।