মান্দার পরানপুর ইউনিয়নে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

নওগাঁ মান্দা উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটি এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান। সভাটি পরিচালনা করেন সচেতন সোসাইটি (FSTIP)-এর কমিউনিটি মোবিলাইজার রুবেল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় শিক্ষকমণ্ডলী, ইমাম, কাজী, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় মানব পাচার এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের ভূমিকা এবং প্রশাসনিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজ থেকে এ ধরনের সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়নভিত্তিক কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।
সভায় প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, “বাল্যবিবাহ শুধু একটি মেয়ের জীবন নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। অভিভাবকদের সচেতন না হলে এই সমস্যা কখনোই নির্মূল হবে না।”
কমিউনিটি মোবিলাইজার রুবেল হোসেন বলেন, “মানব পাচার এখন আর কেবল শহরের সমস্যা নয়—গ্রামাঞ্চলেও এর শিকড় বিস্তার করছে। আমরা চাই, ইউনিয়ন পর্যায়েই সচেতনতা গড়ে উঠুক।”
এক ওয়ার্ড সদস্য জানান, “বিভিন্ন সময়ে এলাকার কিছু অসাধু দালাল চক্র গোপনে মানুষ পাচারে জড়িয়ে পড়ছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার।”
একজন শিক্ষক সভায় বলেন, “স্কুলে পড়ুয়া কিশোরী ছাত্রীরা এখনও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকে। শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব পড়াশোনার পাশাপাশি তাদের সচেতন করাও।”
স্থানীয় একজন ইমাম বলেন, “ধর্ম কখনোই জোরপূর্বক বা অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়েকে সমর্থন করে না। সমাজের সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে এই অভিশাপ থেকে মুক্তি সম্ভব।”