১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২-০ গোলে হারানোর পর একই ব্যবধানে বার্সেলোনাকে হারায় বায়ার্ন মিউনিখ

print news -

খেলা ডেক্স:  ইন্টার মিলানকে ২-০ গোলে হারানোর পর একই ব্যবধানে বার্সেলোনাকে হারায় বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লীগে প্রথম দুই ম্যাচে ৪ গোল দেয়া বাভারিয়ানরা এবার ভিক্টোরিয়া প্লাজেনকে ভাসিয়েছে গোল বন্যায়। মঙ্গলবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ৫-০ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ।

এ নিয়ে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলো বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে যা সর্বাধিক আনবিটেন থাকার রেকর্ড। এই কীর্তি অর্জনের মিশনে ৯৮ গোল দিয়েছে বায়ার্ন মিউনিখ। আর হজম করেছে ২১ গোল। নিজেদের সবশেষ ২১ চ্যাম্পিয়নস লীগ ম্যাচে মোট ৫৬ গোল হজম করেছে ভিক্টোরিয়া প্লাজেন। যার ১২ গোলই চলতি মৌসুমে খেলা তিন ম্যাচের।
ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে হারিয়ে আরেকটি রেকর্ড গড়েছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লীগে এ নিয়ে ২৬ বার কোনো দলের বিপক্ষে ৫ গোল দিয়েছে বাভারিয়ানরা। এই তালিকায় দুইয়ে বার্সেলোনা, ২১ বার।

মঙ্গলবার রাতে গোল উৎসবের শুরুটা করেন লেরয় সানে।

সপ্তম মিনিটেই বায়ার্নকে এগিয়ে নেন তিনি। ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গ্রে জিনাব্রি। আট মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সানে। ৯ মিনিট পর স্কোরলাইন ৫-০ করেন এরিক মেক্সিম চুপো-মোটিং।
গোটা ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে প্লাজেনের গোলবারের উদ্দেশ্যে মোট ২১টি শট নেয় বায়ার্ন। যার মধ্যে লক্ষ্যে ছিল ১৩টি। জার্মান জায়ান্টের বিপক্ষে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখে প্লাজেন।
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ছেলেরা ভালো করেছে আজকে। এভাবেই ম্যাচ খেলতে হয়। আমরা দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ম্যাচে আমরা দেখিয়েছি যে, আমরা সঠিক পথে রয়েছি।’

টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ‘ডি’ গ্রুপের ম্যাচে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। ৩ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে রয়েছে স্পাররা। সমান পয়েন্ট নিয়ে তিনে ফ্র্যাঙ্কফুর্ট। গোল ব্যবধানে এগিয়ে টটেনহ্যাম। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পোর্টিং লিসবন।

রাতের আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারায় এফসি পোর্তো। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুই নম্বর দল পোর্তো। সমান পয়েন্ট নিয়ে তিনে লেভারকুসেন। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্লাব ব্রাগ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : ২০৪ নেতাকে বহিষ্কার করল বি.এন.পি

২-০ গোলে হারানোর পর একই ব্যবধানে বার্সেলোনাকে হারায় বায়ার্ন মিউনিখ

প্রকাশিত হয়েছেঃ ০৭:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
print news -

খেলা ডেক্স:  ইন্টার মিলানকে ২-০ গোলে হারানোর পর একই ব্যবধানে বার্সেলোনাকে হারায় বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লীগে প্রথম দুই ম্যাচে ৪ গোল দেয়া বাভারিয়ানরা এবার ভিক্টোরিয়া প্লাজেনকে ভাসিয়েছে গোল বন্যায়। মঙ্গলবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ৫-০ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ।

এ নিয়ে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলো বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে যা সর্বাধিক আনবিটেন থাকার রেকর্ড। এই কীর্তি অর্জনের মিশনে ৯৮ গোল দিয়েছে বায়ার্ন মিউনিখ। আর হজম করেছে ২১ গোল। নিজেদের সবশেষ ২১ চ্যাম্পিয়নস লীগ ম্যাচে মোট ৫৬ গোল হজম করেছে ভিক্টোরিয়া প্লাজেন। যার ১২ গোলই চলতি মৌসুমে খেলা তিন ম্যাচের।
ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে হারিয়ে আরেকটি রেকর্ড গড়েছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লীগে এ নিয়ে ২৬ বার কোনো দলের বিপক্ষে ৫ গোল দিয়েছে বাভারিয়ানরা। এই তালিকায় দুইয়ে বার্সেলোনা, ২১ বার।

মঙ্গলবার রাতে গোল উৎসবের শুরুটা করেন লেরয় সানে।

সপ্তম মিনিটেই বায়ার্নকে এগিয়ে নেন তিনি। ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গ্রে জিনাব্রি। আট মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সানে। ৯ মিনিট পর স্কোরলাইন ৫-০ করেন এরিক মেক্সিম চুপো-মোটিং।
গোটা ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে প্লাজেনের গোলবারের উদ্দেশ্যে মোট ২১টি শট নেয় বায়ার্ন। যার মধ্যে লক্ষ্যে ছিল ১৩টি। জার্মান জায়ান্টের বিপক্ষে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখে প্লাজেন।
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ছেলেরা ভালো করেছে আজকে। এভাবেই ম্যাচ খেলতে হয়। আমরা দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ম্যাচে আমরা দেখিয়েছি যে, আমরা সঠিক পথে রয়েছি।’

টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ‘ডি’ গ্রুপের ম্যাচে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। ৩ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে রয়েছে স্পাররা। সমান পয়েন্ট নিয়ে তিনে ফ্র্যাঙ্কফুর্ট। গোল ব্যবধানে এগিয়ে টটেনহ্যাম। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পোর্টিং লিসবন।

রাতের আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারায় এফসি পোর্তো। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুই নম্বর দল পোর্তো। সমান পয়েন্ট নিয়ে তিনে লেভারকুসেন। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্লাব ব্রাগ।