০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়নের অন্যতম রূপকার পরিকল্পনামন্ত্রী: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

print news -

উন্নয়নের অন্যতম রূপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। আমি তার একজন সহকর্মী হিসাবে দেখেছি, গ্রামের মানুষের কল্যাণে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মন্ত্রী পরিষদকে উদ্যোগী ও উজ্জীবিত করেন।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পপাটলী ইউনিয়নের রসুলগঞ্জবাজারে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সবসময় নিবেদিতপ্রাণ মানুষ। তারই উদাহরণ, বাংলাদেশের প্রতিটি গ্রামকে তিনি বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তিনি প্রায় সাড়ে ৮ লাখ ঘরহীন মানুষকে ঘর এবং জমির মালিকানা দিয়েছেন। এটা বিশ্বের বুকে  এক অনন্য উদাহরণ।
তিনি বলেন, অসহায় মানুষের জন্য শেখ হাসিনা সম্মানজনক বিভিন্ন ভাতা দিচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নতুন মা হয়েছেন যারা তাদেরও ভাতা দিচ্ছেন শেখ হাসিনা। তার সকল কাজই হচ্ছে গরিব মানুষের ভাগ্যের উন্নয়নে। আর তার এমন দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকেও অনেক এগিয়ে।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জনগনের জন্য তারা কোনো কাজই করেনি। আর তাই ভোট চাওয়ার যোগ্যতা তাদের নেই। তারা কুটকৌশলে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তারা এখন ভোট না দেয়ার আদেশ দিচ্ছে।যারা ভোট দিতে সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে তারা দেশের শক্র। আপনারা সেই আদেশ মানবেন না। অবশ্যই সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন।
পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমসেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী আমাদের শ্রদ্ধাভাজন নেতা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি কেবল সুনামগঞ্জ বা বৃহত্তর সিলেট-ই নয়, সারাদেশের গর্ব। দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান রূপকার এমএ মান্নান। আসুন আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাকে আবাও সংসদে পাঠাই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির ও পাটলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদব সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া পরিকল্পনা মন্ত্রীর, জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীগ নেতা মাহমদ আলী,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : ২০৪ নেতাকে বহিষ্কার করল বি.এন.পি

উন্নয়নের অন্যতম রূপকার পরিকল্পনামন্ত্রী: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত হয়েছেঃ ০৩:১৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
print news -

উন্নয়নের অন্যতম রূপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। আমি তার একজন সহকর্মী হিসাবে দেখেছি, গ্রামের মানুষের কল্যাণে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মন্ত্রী পরিষদকে উদ্যোগী ও উজ্জীবিত করেন।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পপাটলী ইউনিয়নের রসুলগঞ্জবাজারে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সবসময় নিবেদিতপ্রাণ মানুষ। তারই উদাহরণ, বাংলাদেশের প্রতিটি গ্রামকে তিনি বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তিনি প্রায় সাড়ে ৮ লাখ ঘরহীন মানুষকে ঘর এবং জমির মালিকানা দিয়েছেন। এটা বিশ্বের বুকে  এক অনন্য উদাহরণ।
তিনি বলেন, অসহায় মানুষের জন্য শেখ হাসিনা সম্মানজনক বিভিন্ন ভাতা দিচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নতুন মা হয়েছেন যারা তাদেরও ভাতা দিচ্ছেন শেখ হাসিনা। তার সকল কাজই হচ্ছে গরিব মানুষের ভাগ্যের উন্নয়নে। আর তার এমন দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকেও অনেক এগিয়ে।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জনগনের জন্য তারা কোনো কাজই করেনি। আর তাই ভোট চাওয়ার যোগ্যতা তাদের নেই। তারা কুটকৌশলে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তারা এখন ভোট না দেয়ার আদেশ দিচ্ছে।যারা ভোট দিতে সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে তারা দেশের শক্র। আপনারা সেই আদেশ মানবেন না। অবশ্যই সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন।
পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমসেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী আমাদের শ্রদ্ধাভাজন নেতা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি কেবল সুনামগঞ্জ বা বৃহত্তর সিলেট-ই নয়, সারাদেশের গর্ব। দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান রূপকার এমএ মান্নান। আসুন আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাকে আবাও সংসদে পাঠাই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির ও পাটলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদব সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া পরিকল্পনা মন্ত্রীর, জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীগ নেতা মাহমদ আলী,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি