রাজনীতির মাঠে শাইলক চরিত্র ও ঐক্যের পরীক্ষা
আমরা কোভিড-১৯ মহামারী মোকাবিলা করেছি ও নিজেদের রক্ষা করেছি। সেই করোনা ভাইরাসের ঝলমলে রূপ দেখে বিশ্ব তখন সামরিক আগ্রাসন ও সমরযুদ্ধের পথে স্তব্ধ হয়েছিল। কিন্তু করোনা বিদায়ের পর বিশ্ব আবারও আণবিক বোমার দখলে ফিরে গেছে। আল্লাহর রহমতে, যেভাবে বিশ্ব বদলেছে,...