১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় ভ্যানের চালক-যাত্রীর মৃ ত্যু

print news -

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর কালুখালী উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু জানান।

নিহতরা হলেন- ওই উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা কৃষক খয়ের খা (৬০) ও বালিয়াকান্দি উপজেলার কাউননাইর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলমগীর বিশ্বাস (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি সোমনাথ বসু বলেন, সকালে একজন যাত্রী নিয়ে সূর্যদিয়া রেলক্রসিং পাড় হচ্ছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনটি ভ্যানকে ধাক্কা দিলে চালক ও যাত্রী কাটা পড়ে।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলে দুজন মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে।

অরক্ষিত রেলক্রসিং হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে: এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সুত্র: bangla.bdnews 24

জনপ্রিয় সংবাদ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, যা যা করতে পারবে

ট্রেনের ধাক্কায় ভ্যানের চালক-যাত্রীর মৃ ত্যু

প্রকাশিত হয়েছেঃ ০৪:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
print news -

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর কালুখালী উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু জানান।

নিহতরা হলেন- ওই উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা কৃষক খয়ের খা (৬০) ও বালিয়াকান্দি উপজেলার কাউননাইর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলমগীর বিশ্বাস (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি সোমনাথ বসু বলেন, সকালে একজন যাত্রী নিয়ে সূর্যদিয়া রেলক্রসিং পাড় হচ্ছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনটি ভ্যানকে ধাক্কা দিলে চালক ও যাত্রী কাটা পড়ে।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলে দুজন মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে।

অরক্ষিত রেলক্রসিং হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে: এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সুত্র: bangla.bdnews 24