০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত

print news -

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭ টায় মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে  জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন এবং সদস্য সচিব মিহির দেব এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত জন্মাষ্টমী উদযাপন ২০২৪ এর আয় ব্যায়ের হিসাব জানানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এবারের অনাড়ম্বর ভাবে জন্মাষ্টমী উদযাপন হতে উদ্বৃত্ত অর্থ ব্যানায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ হিসেবে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শা.বি.প্র. বি’র ড. হিমাদ্রী শেখর রায়, গোপিকা শ্যাম পুরকায়স্থ, পান্না লাল রায়, এ্যাডভোকেট শংকর কুমার দেব, রজত চক্রবর্তী, দ্বীপক কুমার দাশ, সুষেন দে,দিপন আচার্য্য,ভানু লাল দাশ,সুকান্ত গুপ্ত,অন্ জন দেব, অর্পণ ঘোষ,নারায়ণ ঘোষ প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি-লুৎফুর, সম্পাদক-জহুরুল

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছেঃ ০৯:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
print news -

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭ টায় মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে  জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন এবং সদস্য সচিব মিহির দেব এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত জন্মাষ্টমী উদযাপন ২০২৪ এর আয় ব্যায়ের হিসাব জানানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এবারের অনাড়ম্বর ভাবে জন্মাষ্টমী উদযাপন হতে উদ্বৃত্ত অর্থ ব্যানায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ হিসেবে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শা.বি.প্র. বি’র ড. হিমাদ্রী শেখর রায়, গোপিকা শ্যাম পুরকায়স্থ, পান্না লাল রায়, এ্যাডভোকেট শংকর কুমার দেব, রজত চক্রবর্তী, দ্বীপক কুমার দাশ, সুষেন দে,দিপন আচার্য্য,ভানু লাল দাশ,সুকান্ত গুপ্ত,অন্ জন দেব, অর্পণ ঘোষ,নারায়ণ ঘোষ প্রমুখ।