• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৪

ব্যর্থ হুব্বা: হল মালিকে র আঙুল মোশাররফ করিমের দি কে

অনলাইন ডেস্ক
bdnews242024 01a0f8ae94 1d1f 4a7 copy -
print news -

বিনোদন ডেস্ক:  তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই বাংলায়ই তার দর্শকপ্রিয়তা তুঙ্গে। তার অভিনীত ভারতীয় সিনেমা ‘হুব্বা’। গত ১৯ জানুয়ারি একসঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায় এটি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। কিন্তু মুক্তির পর সিনেমাটি দর্শকদের অনেকটাই হতাশ করেছে।

‘হুব্বা’ সিনেমার ব্যর্থতায় সিনেমা হল মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারী মোশাররফ করিমকে নিয়েও খানিকটা ক্ষোভ ঝেড়েছেন তিনি।

sdfdsf -

ইফতেখার উদ্দিন নওশাদ রাইজিংবিডিকে বলেন, ‘‘মোশাররফ করিম অনেক বড় অভিনেতা। তিনি কমেডি ছেড়ে মারামারি-কাটাকাটি করেছেন ‘হুব্বা’ সিনেমায়। দর্শক যে কারণে পছন্দ করেন, তার উল্টা চরিত্রে দেখা গিয়েছে তাকে। দর্শক রেসপন্স মোটেও ভালো ছিল না। তা ছাড়া সিনেমাটির গল্প মার খেয়েছে। যে কারণেই মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।’’

সিনেমাটি ব্যবসায়ীকভাবে ভালো যায়নি। তা উল্লেখ করে তিনি বলেন, ‘পুরো সপ্তাহে ৫০ হাজার টাকাও সেল হয়নি। খুবই খারাপ সেল। এর পরে আর সিনেমা চালাইনি, এখন বন্ধ আছে।’

মোশাররফ করিমকে পরামর্শ দিয়ে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ভারতীয় সব সিনেমাই ভালো নয়। গল্প বুঝে পা বাড়াতে হবে। দেখুন, আমাদের জয়া আহসান কিন্তু বুঝেশুনেই পা বাড়াচ্ছেন। ফেরদৌসও কিন্তু কলকাতার সব সিনেমা করতেন না।’

gnsdvehicle benar add -

আরও পড়ুন

[youtube-feed feed=1]