১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” এর আত্মপ্রকাশ

print news -

বিশেষ প্রতিনিধি.
ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের জুড়ী উপজেলাবাসীদের জনকল্যাণমূলক সংগঠন “জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” এর আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ফ্রান্সের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক সভায় উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ও একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং জুবায়ের ও ইমন এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন তারেকুল ইসলাম। বক্তব্য রাখেন বেলাল আহমদ, আব্দুশ শুকুর, ডাঃ আব্দুল হান্নান, আশরাফ হোসেন, রাসেল, খসরুল, ইমরুল, পাবেল, জাবেদ, মাজহারুল প্রমুখ। বক্তারা ফ্রান্সে নতুন আসা জুড়ীর মানুষদের থাকা-খাওয়া, ফাইল প্রসেস করা, কাজের ব্যবস্থা করা, প্রবাসে কেউ মারা গেলে সংগঠনের খরচে দেশে লাশ প্রেরণ এবং জুড়ী উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক একটি সংগঠন করার বিষয়ে সকলে একমত পোষণ করেন এবং ‘জুড়ী থেকে ফ্রান্সে, জুড়ীবাসী একসাথে’ স্লোগানে “জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেই সাথে জুবায়ের হাসান সুহেল (জায়ফরনগর) কে আহŸায়ক করে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্য হলেন- যুগ্ম আহবায়ক সুজিৎ দাশ (পশ্চিম জুড়ী), শিব্বির আহমদ (পূর্বজুড়ী), কৌশিক মল্লিক (গোয়ালবাড়ি), কামরুল ইসলাম (সাগরনাল) ও সুমন চন্দ (ফুলতলা)। সদস- মাজহারুল ইসলাম, আবুল খায়ের পাবেল, সৈয়দ জাবেদুল ইসলাম, আব্দুল্লাহ আল ইমন (জায়ফরনগর), দীপন বৈদ্য, আজহাদুল ইসলাম সনি, মেহদি হাসান নুহাস, সৌরভ দত্ত (পশ্চিম জুড়ী), দেলওয়ার খান, তায়েফ খান (পূর্বজুড়ী), সাব্বির আহমদ (গোয়ালবাড়ি), আশরাফ শিপন (ফুলতলা)।

নতুন করে যারা অভিবাসনের জন্য ফ্রান্সে যাবেন এবং জুড়ীর যারা ফ্রান্সের বিভিন্ন শহরে কর্মরত আছেন সবাইকে এই সংগঠনের সাথে একাত্ম হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

  1. #TI
ট্যাগঃ
প্রতিনিধি তথ্যঃ
Avatar

জনপ্রিয় সংবাদ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, যা যা করতে পারবে

জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” এর আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছেঃ ০৭:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
print news -

বিশেষ প্রতিনিধি.
ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের জুড়ী উপজেলাবাসীদের জনকল্যাণমূলক সংগঠন “জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” এর আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ফ্রান্সের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক সভায় উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ও একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং জুবায়ের ও ইমন এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন তারেকুল ইসলাম। বক্তব্য রাখেন বেলাল আহমদ, আব্দুশ শুকুর, ডাঃ আব্দুল হান্নান, আশরাফ হোসেন, রাসেল, খসরুল, ইমরুল, পাবেল, জাবেদ, মাজহারুল প্রমুখ। বক্তারা ফ্রান্সে নতুন আসা জুড়ীর মানুষদের থাকা-খাওয়া, ফাইল প্রসেস করা, কাজের ব্যবস্থা করা, প্রবাসে কেউ মারা গেলে সংগঠনের খরচে দেশে লাশ প্রেরণ এবং জুড়ী উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক একটি সংগঠন করার বিষয়ে সকলে একমত পোষণ করেন এবং ‘জুড়ী থেকে ফ্রান্সে, জুড়ীবাসী একসাথে’ স্লোগানে “জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট, ফ্রান্স” নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেই সাথে জুবায়ের হাসান সুহেল (জায়ফরনগর) কে আহŸায়ক করে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্য হলেন- যুগ্ম আহবায়ক সুজিৎ দাশ (পশ্চিম জুড়ী), শিব্বির আহমদ (পূর্বজুড়ী), কৌশিক মল্লিক (গোয়ালবাড়ি), কামরুল ইসলাম (সাগরনাল) ও সুমন চন্দ (ফুলতলা)। সদস- মাজহারুল ইসলাম, আবুল খায়ের পাবেল, সৈয়দ জাবেদুল ইসলাম, আব্দুল্লাহ আল ইমন (জায়ফরনগর), দীপন বৈদ্য, আজহাদুল ইসলাম সনি, মেহদি হাসান নুহাস, সৌরভ দত্ত (পশ্চিম জুড়ী), দেলওয়ার খান, তায়েফ খান (পূর্বজুড়ী), সাব্বির আহমদ (গোয়ালবাড়ি), আশরাফ শিপন (ফুলতলা)।

নতুন করে যারা অভিবাসনের জন্য ফ্রান্সে যাবেন এবং জুড়ীর যারা ফ্রান্সের বিভিন্ন শহরে কর্মরত আছেন সবাইকে এই সংগঠনের সাথে একাত্ম হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

  1. #TI