১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জে স্কুলছাত্রী অপহরণ : ২ জন আটক

print news -

জকিগঞ্জে স্কুলছাত্রী সিনহা খানকে অপহরণের দায়ে ২যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। সোমবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সোনালোহা এলাকা থেকে ২ অপহরণকারী সহ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।

অপহরণকারীরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা জুনগাঁও এলাকার মৃত. হাসেম আলীর ছেলে ফরহাদ হোসেন (২১) ও মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার সোনালোহা এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে জুয়েল আহমদ।

জানা যায়, গত রবিবার জকিগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী সিনহা খান ছুটি শেষ বাড়ি ফেরার পথে উপজেলার রতন-গঞ্জ বাজারে থেকে নিখোঁজ হয়। বিকেলে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে পাওয়া না যাওয়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেই সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন পুলিশের পৃথক টিম ভিত্তিক তৎপরতায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক সুমন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই স্কুল ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। আর কেউ জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম : অসহায় সাধারন মানুষ

জকিগঞ্জে স্কুলছাত্রী অপহরণ : ২ জন আটক

প্রকাশিত হয়েছেঃ ০৪:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
print news -

জকিগঞ্জে স্কুলছাত্রী সিনহা খানকে অপহরণের দায়ে ২যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। সোমবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সোনালোহা এলাকা থেকে ২ অপহরণকারী সহ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।

অপহরণকারীরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা জুনগাঁও এলাকার মৃত. হাসেম আলীর ছেলে ফরহাদ হোসেন (২১) ও মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার সোনালোহা এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে জুয়েল আহমদ।

জানা যায়, গত রবিবার জকিগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী সিনহা খান ছুটি শেষ বাড়ি ফেরার পথে উপজেলার রতন-গঞ্জ বাজারে থেকে নিখোঁজ হয়। বিকেলে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে পাওয়া না যাওয়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেই সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন পুলিশের পৃথক টিম ভিত্তিক তৎপরতায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক সুমন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই স্কুল ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। আর কেউ জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।