০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি

print news -

স্পোর্টস ডেস্ক : হুয়ান ফেরান্দোকে চাকরিটাই হারাতে হলো। অথচ কি দারুণভাবেই না মৌসুমটা শুরু করেছিলেন তিনি। পেছনে ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি, প্রাক মৌসুম শেষ করেছেন ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। এরপর এএফসি কাপ আর নতুন আইএসএল মৌসুমেও চলছিল মোহনবাগান সুপার জায়ান্টের জয় যাত্রা।

কিংসের কাছে ঐ হারের পর মোহনবাগান যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল, নইলে ওড়িশার মাঠে যারা ৪-০ তে জিতে আসে তারা ঘরের মাঠে পরের দেখায় কেন সেই দলের কাছেই হারবে ৫-২ ব্যবধানে। আর সেই হারেই এই মৌসুমে কলকাতার জায়ান্টদের এশিয়ান অভিযাণ শেষ হয়ে গিয়েছিল।
আইএসএলে গিয়েও তারা নিজেদের ফেরাতে না পারায় অবশেষে চাকরিই হারাতে হলো ফেরান্দোকে। পুরোনো আন্তোনিও হাবাসকে তারা ফিরিয়েছে। কিংসের দেয়া সেই ঝাঁকুনি থেমে গেছে বললে ভুল হবে। সেটি বরং এখন টের পাচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। জাতীয় দলের ৬ জন খেলোয়াড় মোহনবাগানের।
সুত্র: কালের কন্ঠ 
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে অবহিতকরণ সভা

ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি

প্রকাশিত হয়েছেঃ ০২:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
print news -

স্পোর্টস ডেস্ক : হুয়ান ফেরান্দোকে চাকরিটাই হারাতে হলো। অথচ কি দারুণভাবেই না মৌসুমটা শুরু করেছিলেন তিনি। পেছনে ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি, প্রাক মৌসুম শেষ করেছেন ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। এরপর এএফসি কাপ আর নতুন আইএসএল মৌসুমেও চলছিল মোহনবাগান সুপার জায়ান্টের জয় যাত্রা।

কিংসের কাছে ঐ হারের পর মোহনবাগান যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল, নইলে ওড়িশার মাঠে যারা ৪-০ তে জিতে আসে তারা ঘরের মাঠে পরের দেখায় কেন সেই দলের কাছেই হারবে ৫-২ ব্যবধানে। আর সেই হারেই এই মৌসুমে কলকাতার জায়ান্টদের এশিয়ান অভিযাণ শেষ হয়ে গিয়েছিল।
আইএসএলে গিয়েও তারা নিজেদের ফেরাতে না পারায় অবশেষে চাকরিই হারাতে হলো ফেরান্দোকে। পুরোনো আন্তোনিও হাবাসকে তারা ফিরিয়েছে। কিংসের দেয়া সেই ঝাঁকুনি থেমে গেছে বললে ভুল হবে। সেটি বরং এখন টের পাচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। জাতীয় দলের ৬ জন খেলোয়াড় মোহনবাগানের।
সুত্র: কালের কন্ঠ