১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বেলি রোড অগ্নিকাণ্ড: বিল্ডিং ম্যানেজার গ্রেফতার

বেলি রোড অগ্নিকাণ্ড: বিল্ডিং ম্যানেজার গ্রেফতার

print news -

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের ব্যবস্থাপক হামিমুল হক বিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ।

শনিবার (২ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এরপর ভবনের বিভিন্ন ত্রুটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরো পড়ুন: বেলি রোড অগ্নিকাণ্ড

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভবনের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১ মার্চ) বিকেলে ভবনের নিচতলায় চুমুক রেস্তোরাঁর (ছোট রেস্তোরাঁ) দুই মালিক ও কাচ্চি ভাই রেস্তোরাঁর ব্যবস্থাপককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো পড়ুন:বেইলি রোডে আগুনের ঘটনায় ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আট শিশু রয়েছে। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ৩৮ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্গে দুটি লাশ রয়েছে। বাকি ছয়জনকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক-হাসনাত আবদুল্লাহ

বেলি রোড অগ্নিকাণ্ড: বিল্ডিং ম্যানেজার গ্রেফতার

প্রকাশিত হয়েছেঃ ০৪:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
print news -

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের ব্যবস্থাপক হামিমুল হক বিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ।

শনিবার (২ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এরপর ভবনের বিভিন্ন ত্রুটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরো পড়ুন: বেলি রোড অগ্নিকাণ্ড

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভবনের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১ মার্চ) বিকেলে ভবনের নিচতলায় চুমুক রেস্তোরাঁর (ছোট রেস্তোরাঁ) দুই মালিক ও কাচ্চি ভাই রেস্তোরাঁর ব্যবস্থাপককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো পড়ুন:বেইলি রোডে আগুনের ঘটনায় ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আট শিশু রয়েছে। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ৩৮ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্গে দুটি লাশ রয়েছে। বাকি ছয়জনকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

সুত্র: বাংলা ট্রিবিউন