নেত্রকোণা প্রতিনিধিঃ
আজ নেত্রকোণায় অনুষ্ঠিত হলো Station travels of friend সার্কেলের উদ্যোগে বিশাল এক দোয়া ও ইফতার পার্টি।
জানাযায়, প্রতি বছরের মতো এবারো নেত্রকোণা শহরের সাতপাই এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে যারা স্টেশন ভিত্তিক চা চক্রের আড্ডায় অংশগ্রহণ করেন মূলত তাদের নিয়েই এই আয়োজনটি করা হয়। ২০১৯ সালে এই আড্ডাকে সর্বসম্মতিক্রমে Station travels of friend সার্কেল নামে নামকরন করা হয়।
সেই থেকে অধ্যবদি বিভিন্ন কর্মসূচি ঐক্যমতের ভিত্তিতে অতি আনন্দের সাথে পালন করে আসছে।
এদিকে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, নেত্রকোণায় এর থেকে ঐক্যবদ্ধ মনোমুগ্ধকর আড্ডা শহরের আর কোথাও হয়না।
বিভিন্ন মহল এই আড্ডাকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য এই সার্কেলে সকল সদস্য কমপক্ষে ডিগ্রি পাস, এবং ৯৫% চাকুরীজীবি।
আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, প্রফেসর খায়রুল, ব্যাংকার উজ্জ্বল, ব্যাংকার আজিম,ব্যাংকার সুমন,ব্যাংকার অপু,আর ডি ও আনু,মাস্টার মাসুদ,মাস্টার বনিক,মাস্টার সাইদ, সরকারি সাংবাদিক মনি, রাজনীতিবিদ আছাদ,রাজনীতিবিদ মামুন, রাজনীতিবিদ সবুজ, স্বাস্থ্য কর্মকর্তা সায়েম,খাদ্য পরিদর্শক ববি,এনজিও কর্মকর্তা অটল, পৌরসভার কর্মকর্তা কমল,পল্লী বিদ্যুতের কর্মকর্তা তাজুল, কে এস আর এম কর্মকর্তা শামীম, বেস্ট্রিজ কর্মকর্তা জোসেফ,বিশিষ্ট ব্যবসায়ী সেবক,ব্যবসায়িক সুজিত,ব্যবসায়িক আজিজ,ব্যবসায়িক রতন,ব্যবসায়িক জনি,ব্যবসায়িক তারেক এবং ব্যবসায়িক বাতেন সহ আরো অনেকেই।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।