নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে BBSA’র অঙ্গীকার
ইংল্যান্ডের পার্লামেন্ট হাউসে ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্বোধন
লন্ডন, ১৫ অক্টোবর: ইংল্যান্ডের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন (BBSA)-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্রীড়া সংস্কৃতি বিকাশ ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত এই সংগঠনটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন মেঘনা মিনারা উদ্দিন (কমিউনিটি রিলেশন্স প্রধান) ও আফজাল রশিদ সেলিম (হেড অব অপারেশন্স)।
উদ্বোধনী বক্তব্যে হাফিজুর রহমান বলেন, “BBSA’র মূল লক্ষ্য হলো ব্রিটিশ বাংলাদেশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করা। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আত্মনির্মাণ ও সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আফসানা বেগম ও এমপি ফিলিপ র্যাডলি স্মিথ। এছাড়া BBSA’র পরিচালনা পর্ষদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ক্রীড়া, সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ব্রিটিশ বাংলাদেশি তরুণদের প্রতিভা বিকাশে BBSA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন একটি ঐতিহাসিক স্থানে এই সংগঠনের যাত্রা শুরু হওয়া নিঃসন্দেহে কমিউনিটির জন্য গর্বের বিষয়।
BBSA জানিয়েছে, তারা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া কার্যক্রমের আয়োজন করবে। পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও টিমওয়ার্কের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচিও চালু করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি সংগঠনের যাত্রা নয়—এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
“BBSA প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিতে।”











