মোহনপুরে বিএনপি পন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যদের অনাস্থা
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা এনে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যরা। গত ১৫ জুন আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যরা এ অভিযোগ দেন বলে জানা যায়।
অভিযোগ কারীরা হলেন, ১ নম্বর ওয়ার্ড সদস্য কামাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড সদস্য একরাম আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড সদস্য জালাল মন্ডল, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোজাফফর হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দায়িত্ব পাওয়ার পর থেকে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছেন। যার মধ্যে রয়েছে, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সনদ, ট্যাক্স, গোপালপুর দিঘির ইজারার টাকা, দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাত করেছেন। এছাড়াও বিভিন্ন ভাতার কার্ড ও বরাদ্দ বন্টনে অনিয়ম করেছেন। এমতাবস্থায় আমরা কয়েক সদস্য চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকবো।
তবে এসব অভিযোগ অপ্রাসঙ্গিক ও চক্রান্তের অংশ বলে দাবি করেছেন, বিএনপি পন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস। তিনি বলেন, আমি আওয়ামী লীগের আমলে নির্বাচিত ওয়ার্ড সদস্য। সেসময় অধিকাংশ ওয়ার্ড সদস্য আওয়ামী পন্থী। বর্তমান প্রেক্ষাপটে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে পরিষদের উন্নয়ন করে যাচ্ছি। এমতাবস্থায় আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যরা আওয়ামী লীগের দোসর পালাতক চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে মিলে চক্রান্ত করে আমাকে পরিষদ থেকে সরাতে চাচ্ছে। তারা আওয়ামী লীগের একাধিক ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয়রা জানান, বিগত দিনে তারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে যোগসাজক করে পরিষদের বরাদ্দ ও ভাতার ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে সাধারণ মানুষদের প্রদান করেন। সেই সুবিধা বর্তমানে মেজর আলী বিশ্বাসের কাছে না না পাওয়ায় তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। তখন তারা গোপনে সাবেক চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে এ সকল অভিযোগ দিয়ে মৌগাছি ইউপির কার্যক্রম ব্যাহত করতে চাচ্ছে। তাদের অবৈধ দাবি পূরণ করলে হয়তো আর এমন মিথ্যা অভিযোগ থাকবেনা। আমরা অবাক হয়ে যাচ্ছি যে, সাধারণ মানুষের ফেসবুকে বা সংবাদ মাধ্যমে কোন মন্তব্য নাই, অথচ তারা জয় বাংলা নামক ফেসবুকে অভিযোগের কপির সাথে নোংড়া ভাষায় ভিত্তিহীন পোস্ট করছে। আমারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মৌগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর উর্ধতন কর্মকর্তারা এসে পরিষদের কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা করেছে, তা তদন্ত হলে আপনারা আরো পরিস্কার হবেন। আর আমার বিরুদ্ধে সকল মিথ্যাচারের বিরুদ্ধে আমি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।











