বিয়ানীবাজারে জুঁই প্রকাশের উদ্যোগে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা প্রদান
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারস্থ জুঁই প্রকাশ’র উদ্যোগে জুঁই প্রকাশ ৩য় গুণীজন সংবর্ধনা, দু’টি বইয়ের মোড়ক উন্মোচন ও ৫ম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় বৈরাগীবাজার গ্যাসপাম্প সংলগ্ন ছয়দুর রহমান লন্ডনীর বিল্ডিং-এর ২য় তলায় এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হাকিম ইমন’র সঞ্চালনায় এবং জুঁই প্রকাশের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক আজিজ ইবনে গণি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন।
গুণীজন সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সুবাস সাহিত্য পরিষদ, জকিগঞ্জ-এর উপদেষ্টা প্রবীণ কবি ও শিক্ষক আবুল কালাম আজাদ, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, সুবাস সাহিত্য পরিষদ জকিগঞ্জ-এর সভাপতি কবি ও শিক্ষক মোহাম্মদ কবির আল মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার মহিলা কলেজের সহকারী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ফয়সল আহমদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছড়াকার ও গীতিকার বিদ্যুৎ রঞ্জন দেব নাথ।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলার শাখার সভাপতি আজিজুর রহমান জয়নাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বদেশ সাহিত্য পরিষদ বিয়ানীবাজারের সাবেক সভাপতি শিক্ষক মোহাম্মদ লুৎফুল হক চৌধূরী, সারোপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সায়েম আহমদ, বৈরাগীবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সমাজসেবক নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
মোঃ আবু সুফিয়ান কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
বক্তব্যের ফাঁকে ফাঁকে বিভিন্ন কবির কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জুঁই প্রকাশ’র পক্ষ অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও শিক্ষক আবুল কালাম আজাদ, বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স এবং বিশিষ্ট কবি ও শিক্ষক মোহাম্মদ কবির আল মাহমুদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে এই তিন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং বিশিষ্ট কবি লেখক ও প্রকাশক আজিজ ইবনে গণি সম্পাদিত “তোমার হাতের ছোঁয়া” ও “আমার যতো স্টেটাস” বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে খুবই চমৎকারভাবে কবিতা আবৃত্তি করায় প্রিন্স মোঃ মিফতা-উল ইসলাম সামিকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপস্থিত সকলের প্রতি সভাপতির কৃতজ্ঞতা প্রকাশমূলক বক্তব্যে র মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী এস.এম মানিক,কবি আজিজ ইবনে গণি, লকুছ মিয়া ও প্রিন্স মোঃ মিফতা-উল ইসলাম সামিসহ পল্লীবাউল লোক সংগীতালয় বৈরাগীবাজারের বিভিন্ন শিল্পীবৃন্দ।











