হিফজুল কোরআন প্রতিযোগিতা একটি ইসলামী প্রতিযোগিতা এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে কোরআন শিক্ষা, ইসলামিক মূল্যবোধ প্রচার এবং তরুণদের মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। কিছু প্রতিযোগিতায় পুরস্কারও দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার, বিয়ানীবাজার উপজেলার, বৈরাগীবাজার আলোর দিশারী কর্তৃক পঞ্চম বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২৫খ্রি: আয়োজন করা হয়েছে।
অংশগ্রহনের নিয়মাবলী:
১। প্রতিযোগীকে অবশ্যই সিলেট জেলার যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে হিফজ বিভাগে অধ্যয়নরত হতে হবে এবং আবেদন ফরমে প্রতিষ্ঠান প্রধানের সিলমোহর সহ স্বাক্ষর থাকতে হবে।
২। অনলাইনে আবেদনকারী শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র প্রতিযোগীতার দিন সাথে নিয়ে আসতে হবে।
৩। প্রথম ১৫ পারার প্রতিযোগীর বয়স অনুর্ধ্ব ১৩ বছর এবং ৩০ পারার প্রতিযোগীর বয়স অনুর্ধ্ব ১৬ বছর হতে হবে। এর বেশী প্রমাণিত হলে অংশগ্রহনের সুযোগ থাকবে না।
৪। ১ম পুরস্কার: ৩০ পারার প্রতিযোগীর জন্য ২০,০০০/- এবং ১৫ পারার প্রতিযোগীর জন্য ১৫,০০০/-, ২য় পুরস্কার: ৩০ পারার প্রতিযোগীর জন্য ১৫,০০০/-এবং ১৫ পারার প্রতিযোগীর জন্য ১০,০০০/-। ৩য় পুরস্কার: ৩০ পারার প্রতিযোগীর জন্য ১০,০০০/- এবং ১৫ পারার প্রতিযোগীর জন্য ৫,০০০/-।
৫। আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৫খ্রি: রোজ শনিবার এর মধ্যে ফরম জমা/অনলাইনে দিতে হবে।
৬। প্রতিযোগীতার দিন অনলাইনকৃত জন্ম নিবন্ধন কপি নিয়ে আসতে হবে।
৭। প্রতিযোগীতা শুরুর ১ ঘন্টার পূর্বে প্রতিযোগীকে অবশ্যই অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে।
৮। প্রতিযোগীতা পর্ব অনুসারে অনুষ্টিত হবে, বাছাই পর্ব ও ফাইনাল পর্ব। বাছাইকৃত সেরা ১০জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্টিত হবে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কোন ছাত্র অংশগ্রহন করতে পারবে না।
১০। বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শর্তসমূহ:
*অবশ্যই প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগীতার দিন পরিষ্কার পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।
* প্রতিযোগীতা সম্পর্কিত যে কোন অভিযোগ বা পরামর্শ থাকলে অত্র সংগঠনের সভাপতি বরাবর যোগাযোগ করুন।
* প্রতিযোগীতায় অংশগ্রহনকারীরা অবশ্যই হিফজ বিভাগের শিক্ষার্থী হতে হবে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫ জন অংশগ্রহন করতে পারবেন।
* প্রতিযোগীতায় পবিত্র কোরআন এর প্রথম ১৫ পারা ২ জন প্রতিযোগী অথবা ৩০ পারা ৩ জন প্রতিযোগী অংশগ্রহন করতে পারবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: মাহবুবুল আলম, মোবাইল: 01813603674
অনলাইনে আবেদন ফরম পুরন করতে লিংকে ক্লিক করুন
[youtube-feed feed=1]