• ঢাকা
  • সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৫

সিলেটে আওয়ামী লীগ নেতা মিন্টু গ্রেফতার

অনলাইন ডেস্ক
image 159622 1738168200 -
print news -

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার(২৯ জানুয়ারি) বিকেলে আমুড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওই নেতার নাম সৈয়দ হাসিন আহমদ মিন্টু। তিনি গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

এছাড়াও তিনি উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।

গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়েছিলেন।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ.লীগ নেতা মিন্টুকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সুত্র: কালবেলা 

আরও পড়ুন

  • বাংলাদেশ এর আরও খবর

[youtube-feed feed=1]