• ঢাকা
  • সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে: সারজিস

অনলাইন ডেস্ক
শেখ হাসিনা
print news -

শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। সারজিস বলেন, ২৪’র সচেয়ে বড় হায়েনা যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে। তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এসময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না। তারা ভাবেন, যাকে বসাচ্ছি সে আমার ম্যান কি না, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কি না।

এ ধরনের মানসিকতা নিয়ে কিছু মানুষ কাজ করে যাচ্ছে জানিয়ে সারজিস আরও বলে, সো কলড পলিটিশিয়ানরা এই জেনারশনকে তাদের জন্য থ্রেট মনে করছে। কারণ, ইয়াং জেনারেশনের কালচারের সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না, মানসিকতার সাথে মিল রাখতে পারছেন না।

পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের ডিমান্ড অনুযায়ী আমরা রাজপথে নেমেছিলাম। এখন ইয়াং জেনারেশনের সামনে ডিমান্ড হচ্ছে সত্য কে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হবে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর

[youtube-feed feed=1]