নাটোরে নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সান হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় সিয়াম ও সাফা নামে দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
নিহত সান হোসেন নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তিনি বাসুদেব এলাকার আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, সান হোসেনসহ তার দুই বন্ধু মোটরসাইকেলে করে ব্যাডমিন্টন খেলতে বের হন। সন্ধ্যা ৭টার দিকে তারা নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম ও সাফাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুনঃ নাটোর ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
[youtube-feed feed=1]