• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৪

জকিগঞ্জ শাহগলি বাজার মনিটরিংয়ে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
জকিগঞ্জ
print news -

জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা পর্যায়ে গঠিত বাজার মনিটরিং কমিটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারি ও খুচরা দোকানসহ সবজি বাজার মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম মিতু ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত।
অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি দোকানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।জকিগঞ্জ

যাদেরকে জরিমানা আদায় করা হয়েছে তারা হচ্ছেন শাহগলি বাজারের ব্যবসায়ী স্থানীয় খিলোগ্রামের শামসুল হকের ছেলে জুবের আহমদ ৩ হাজার টাকা, চকগ্রামের হবিব আলীর ছেলে আজাদ আহমদ ২ হাজার টাকা, খিলোগ্রামের সিরাজুল ইসলামের ছেলে লোকমান আহমদ ৫ হাজার টাকা, চকগ্রামের এখলাছ মিয়ার ছেলে মনজু আহমদ ২ হাজার টাকা, খিলোগ্রামের আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেন ১ হাজার টাকা ও বোরহানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস ছালাম ৫ হাজার ৫’শ টাকা।

উল্লেখিত ৬টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ছিল ১৫ হাজার ৫’শ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক, বাজার মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মুফিকুল হক সজল সহ অন্যরা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম মিতু বলেন, বাজারে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি না করতে পারে সে লক্ষ্যে জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • টপ নিউজ এর আরও খবর

[youtube-feed feed=1]