• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩

সিলেট স্ট্রাইকার্সের বোলা র হান্টে ৯০০ জন থেকে ১৩ জনকে বাছা ই

অনলাইন ডেস্ক
6546564 -
print news -

নিউজ ডেস্ক:  বিপিএল শুরুর বেশ আগেই ক্রিকেট উন্মাদনার ছোঁয়া পেল সিলেট। স্থানীয় দল সিলেট স্ট্রাইকার্সের ‘বোলার হান্ট’ আয়োজনকে ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রূপ নিল উৎসবের আঙিনায়। দিনব্যাপী সেই আয়োজন থেকে শেষ পর্যন্ত নির্বাচিত হলেন ১৩ জন সম্ভাবনাময় বোলার।

গত বিপিএলের আগেও এই উদ্যোগ নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সেই ধারাবাহিকতায় এবারও প্রতিভাবান বোলার বাছাইয়ের আয়োজন করে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

গত মঙ্গলবার ও বুধবার অনলাইন ও সরাসরি মিলিয়ে মোট ১ হাজার ৩৫৭ জন বোলার এই আয়োজনের জন্য নাম নিবন্ধন করে। শনিবার ট্রায়ালে আসেন প্রায় ৯০০ জন। শুধু সিলেট বা বৃহত্তর সিলেটই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে বোলাররা আসেন নিজেদের প্রতিভার ঝলক দেখাতে।

কয়েক ধাপের ট্রায়াল শেষে সিলেট স্ট্রাইকার্সের কোচরা নির্বাচিত করেন ৬ জন পেসার ও ৭ স্পিনারকে। এই বোলাররা এবারের বিপিএলে সিলেট দলের নেটে বোলিং করার সুযোগ পাবেন।

সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্টে ৯০০ জন থেকে ১৩ জনকে বাছাই

এবারের বিপিএল শুরু আগামী ১৯ জানুয়ারি থেকে। গত আসরে প্রথমবার বিপিএলে অংশ নিয়েই চমক দেখিয়ে ফাইনালে খেলে সিলেট স্ট্রাইকার্স। শিরোপার লড়াইয়ে তারা হেরে যায় বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে।

নির্বাচিত ১৩ বোলার:

মোহাম্মদ হুসেন ইমন (সিলেট), আমির হোসেন জয় (সিলেট), আজিজুর রহমান (জামালপুর), জামিল আহমেদ (সিলেট), আল-মামুন (গাইবান্ধা), মিনহাজ আহমেদ (সিলেট), মুজাক্কির হোসেন (সিলেট), রিয়াদুল (মানিকগঞ্জ), মহিউদ্দিন তারেক (সিলেট), জাহিদুল হক হিমেল (হবিবগঞ্জ), মো: আসাদুজ্জামান খান তুষার (হবিগঞ্জ), রাহেল আহমেদ (সিলেট) ও মো: কয়েছ আহমদ (সিলেট)।

সুত্র: বিডি নিউজ ২৪.কম

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর

[youtube-feed feed=1]