সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সাধারান সম্পাদক বিধাস সাহার বাড়িতে লুটপাট, ভাঙ্গচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টার ভিতরে সারা দেশে সরকারী প্রতিষ্টানসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙ্গচুর ও ও অগ্নি সংযোগ করে ছাত্র জনতা। ৫ই আগষ্ট সোমবার বিকাল ৩টার সময় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সাধারান সম্পাদক বিধান সাহার বাড়িতে লুটপাট, ভাঙ্গচুর ও অগ্নি সংযোগে সময় বিধান সাহা বাসায় না থাকলেও তার স্ত্রী সন্তান কোন রকম প্রাণ নিয়ে পালিয়ে যান। এ সময় বাসা ভাঙ্গচুর করে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। বিধান সাহার স্ত্রী বলেন, ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত আমাদের বাসায় লুটপাট চালিয়েছে। এ সময় তারা ঘরের সবকটি কক্ষ ভাঙ্গচুর করে আলমিরাতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমরা ভয়ে লুকিয়ে পড়ি এবং সন্তানদের নিয়ে আত্মগোপনে আছি জানি না কপালে কি আছে এছাড়া বিভিন্ন মাধ্যমে প্রতিদিন বিভিন্ন দলে নেতাকর্মীরা আমি আমার সন্তান ও স্বামীকে খোঁজে বেড়াছে। এবিষয়ে বিধান সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন সুইসঅফ পাওয়া যায়।
[youtube-feed feed=1]