প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৩:৫৫ পূর্বাহ্ণ
সিনেমার ইলিয়াস কাঞ্চন অভি ন য় করলেন নাটকে
বিনোদন ডেস্ক: আশি ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এখন ব্যস্ত নিরাপদ সড়ক চাই আন্দোলনে। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গেল দুই বছর যাবত।
তবে এবার তিনি অভিনয় করলেন বাংলাদেশ টেলিভিশনের একটি নাটকে। নাটকের নাম রূপান্তর। সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।নাটকটিতে ইলিয়াস কাঞ্চন ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার।
এ নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর কোনো টিভি নাটকে দেখা যাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে।নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়, কামরান আহমেদ একজন অবসরবপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ।
কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! সবাইতো এখন অনেক বড় হয়ে গেছে। একদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে অর্থাৎ ম্যাটামরফোসিসে আক্রান্ত হলেন কামরান সাহেব। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলেন। সৈন্যদের মত সিঙ্গেল লাইনে দাঁড় করালেন সবাইকে।
নানা রকম কমান্ড করতে লাগলেন। তাদের বাবার এই আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সকলেই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে তাদের বাবা ঘুম থেকে উঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছা তারা বাবাকে সারপ্রাইজ দেবে। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।
বিটিভি সুত্র জানায়, আগামীকাল রাত ৯ টায় নাটকটি প্রচারিত হবে।
সুত্র: কালের কন্ঠ
প্রধান সম্পাদক: এম এ ওমর, ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আব্দুল হান্নান। প্রকাশক: জি.সি দাস, ঢাকা অফিস: ফকিরবানু ভবন, (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০৩। মোবাইলঃ +8801729-655265, +8809638213354,01713800773, Email: newsdeskpb@gmail.com