সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আওয়ামী লীগের এই নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের’ বিচার কার্যক্রম শুরু হয়। এর প্রথমদিনেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘আমি আগেও বলেছি তিনি (শেখ হাসিনা) খুবই অল্প সময়ের নোটিসে এখানে চলে আসেন। এবং এখানো তিনি এখানে রয়েছেন।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার এখনো স্পষ্ট করে কিছু বলেনি যে কতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন। তার চূড়ান্ত গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের নাম শোনা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাকে গ্রেপ্তারের আদেশ দেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে ৭৪ জন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ, র্যাবের বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণ-হত্যাসহ আওয়ামী শাসনামলে মানবতাবিরোধী অপরাধের ঘটনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
[youtube-feed feed=1]