লাহোরে ‘নজিরবিহীন’ বায়ুদূষণ, এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ
বায়ুদূষণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় পাকিস্তানের লাহোরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী ছয় দিন দূষণের মাত্রা একই থাকবে
সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, রেকর্ড দূষণের কারণে স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) লাহোরের সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।
বায়ুদূষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশু ও বৃদ্ধদের ওপর। পরিবেশগত সমস্যার কারণে নানা ধরনের রোগের ঝুঁকিতে রয়েছের তারা।
কয়েক দিন ধরেই প্রায় দেড় কোটি মানুষের এই শহর ধোঁয়াশায় আচ্ছন্ন। কুয়াশার সঙ্গে নিম্নমানের ডিজেলের ধোঁয়া, মৌসুমি কৃষিজমির খড় পোড়ানোর ধোঁয়া এবং শীতের মধ্যে ঠান্ডা তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার যন্ত্র থেকে বের হওয়া গ্যাস-সব মিলিয়ে এ ধোঁয়াশা তৈরি হয়।
পাঞ্জাব সরকার বায়ু দূষণ থেকে বাসিন্দাদের রক্ষা করতে জারি করেছে সবুজ লকডাউন। যার অধীনে নির্মাণ কার্যক্রম, বাণিজ্যিক জেনারেটর ব্যবহার, কয়লা বা কাঠ ব্যবহার করা খাবার দোকানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। সাধারণত সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। যেখানে তাদের তথ্যমতে, বায়ুর মান সূচক অনুযায়ী লাহোরের স্কোর এক হাজার ছাড়িয়ে গেছে, যা ‘নজিরবিহীন’ বলে মনে করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে মানুষ হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারেন।