গতবারের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থী আমেরিকা প্রবাসী বিয়ানীবাজারের সমাজসেবী হাজী মো. আব্দুস সুবুরকে নিয়ে লন্ডনে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পূর্ব লন্ডনের গ্রান্ড রসই ক্যাটারিং হলে আশিকুর রহমান আশিকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে ও আমিনুর রহমান সেলিমের পরিচালনায় নিজ গ্রাম শ্রীধরা এবং নবাং এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি বিয়ানীবাজার পৌরসভা নিবার্চনে আবারো প্রতিদন্ধিতা করার প্রত্যাশা ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিতি এলাকাবাসী হাজী আব্দুস সবুরের বাবা বিয়ানীবাজারে সর্বজন সমাদৃত প্রয়াত হাজী আব্দুর রহীম বচন হাজীর মতো এলাকার উন্নয়নে তাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের, সাহেদ আহমদ, কবীর মাহমুদ, আলতাফ হোসেন, আব্দুস সালাম, রফিক উদ্দিন, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, কাজল আহমদ, মোস্তাক, আব্দুল বাতীন ও আব্দুল জলীলসহ আরো অনেকে।
[youtube-feed feed=1]