• ঢাকা
  • মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৪

লন্ডনে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন আব্দুস সুবুর

অনলাইন ডেস্ক
IMG 20241210 WA0054 -
print news -

গতবারের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থী আমেরিকা প্রবাসী বিয়ানীবাজারের সমাজসেবী হাজী মো. আব্দুস সুবুরকে নিয়ে লন্ডনে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।IMG 20241210 WA0056 -

বুধবার পূর্ব লন্ডনের গ্রান্ড রসই ক্যাটারিং হলে  আশিকুর রহমান আশিকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে ও আমিনুর রহমান সেলিমের পরিচালনায় নিজ গ্রাম শ্রীধরা এবং নবাং এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি বিয়ানীবাজার পৌরসভা নিবার্চনে আবারো প্রতিদন্ধিতা করার প্রত্যাশা ব্যাক্ত করেন।

এ সময় উপস্থিতি এলাকাবাসী হাজী আব্দুস সবুরের বাবা বিয়ানীবাজারে সর্বজন সমাদৃত প্রয়াত হাজী আব্দুর রহীম বচন হাজীর মতো এলাকার উন্নয়নে তাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের, সাহেদ আহমদ, কবীর মাহমুদ, আলতাফ হোসেন, আব্দুস সালাম, রফিক উদ্দিন, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, কাজল আহমদ, মোস্তাক, আব্দুল বাতীন ও আব্দুল জলীলসহ আরো অনেকে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর

[youtube-feed feed=1]