৫৮তম বিশ্ব ইজতেমা : অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসেছেন। দেশ-বিদেশ মিলে বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছে কয়েক লাখ মুসল্লি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক, সকাল ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। বিশ্ব ইজতেমার ময়দানে শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের