• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ জুলাই, ২০২৪

বিয়ানীবাজার উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি  সভা সম্পন্ন হয়েছে

অনলাইন ডেস্ক
বিয়ানীবাজার
print news -

বিয়ানীবাজার এক যুগ পর ফের সক্রিয় করা হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি সক্রিয় করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব, সকল বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। এতে আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

বিয়ানীবাজারে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, বিতর্ক এড়াতে যাচাই-বাছাই সাপেক্ষে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় গুরু, মসজিদের ইমাম, সাংবাদিক, উদ্যমী যুবক ও শিক্ষার্থীসহ পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদের রাখতে বলা হয়েছে ।বিয়ানীবাজার

এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন বুধবার সকাল ১১টায় উপজেলা হল রমে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি  সভার আয়োজন করে । সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, সহকারী কমিশনার ( ভুমি ) কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) লুৎফুর রহমান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করর্মকর্তা ডা: মো: মনিরুল হক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন,  আলীনগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলয়ার হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন অফিসারগণ ।বিয়ানীবাজার

বিয়ানীবাজার দেশে চলমান পরিস্থিতি শান্তি রাখাতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে এবং উপজেলাবাসীর সহযোগীতায় চলমান পরিস্থিতি শান্তি রাখতে উপলেবাসীকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

  • আইন-আদালত এর আরও খবর

[youtube-feed feed=1]