• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৪

বিয়ানীবাজারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন

অনলাইন ডেস্ক
WhatsApp Image 2024 11 02 at 21.39.41 82417888 -
print news -

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সিলেট জেলার বিয়ানীবাজারে ৫৩- তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে মিথ সমান্ত এর পরিচালনায় উপজেলা সমবায় অফিসার কৃষ্ণা রানী তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ মনিরুল হক খান, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপেজলা দারিদ্র বিমোচন অফিসার।

অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন, শাহপরান ক্ষুদ্র ব্যসবায়ী সমবায় সমিতির সদস্য সাকিব আহমদ, গীতা পাঠ করেন ,উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী  জগন্নাথ গোস্বামী ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহপরান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সদস্য মখবুল হোসেন, বারইগ্রাম আশার আলো মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সদস্য লোকুচ মিয়া, রংধনু মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সদস্য তোয়াব আলী, জম জম সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লি: এর শিপলু সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • টপ নিউজ এর আরও খবর

[youtube-feed feed=1]