০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে বুস্টার ডোজ দিবস শুরু, যে সকল কেন্দ্রে টিকা নিতে পারবেন

print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:  করোনা সংক্রমণ রোধে আগামী ১৯ জুলাই দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই দিন ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে বলে জানা গেছে। তাছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: দেলোয়ার হোসেন জানিয়েছেন, দিবসটি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার ৬৬ টি কেন্দ্রে বুস্টার টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।

১৯ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে: আলী নগর ইউনিয়ন এর উত্তরভাগ কমিউনিটি ক্লিনিক, আলী নগর এফডব্লিউসি, করগ্রাম কমিউনিটি ক্লিনিক। চারখাই ইউনিয়ন এর বাগবাড়ী কমিউনিটি ক্লিনিক, শিকারপুর কমিউনিটি ক্লিনিক, পইলগ্রাম কমিউনিটি ক্লিনিক। কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী কমিউনিটি ক্লিনিক, কুড়ারবাজার উপস্বাস্থ্য কেন্দ্র, খশিরবন্দ কমিউনিটি ক্লিনিক। মাথিউরা ইউনিয়ন এর নালবহর বিলাল উদ্দিন সাহেবের বাড়ী, ইউনিয়ন এর কার্যালয়, দুধবকশী সরকারী প্রাথমিক বিদ্যালয়। তিলপাড়া ইউনিয়ন এর দেবারাই শকুরমড়ি সাহেবের বাড়ী, সানেশ্বর কমিউনিটি ক্লিনিক, তিলপাড়া এফডব্লিউসি। মুড়িয়া ইউনিয়ন এর বড়দেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোটদেশ কমিউনিটি ক্লিনিক, নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিক।

২০ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে: দুবাগ ইউনিয়ন এর পাঞ্জিপুরী কমিউনিটি ক্লিনিক, গয়লাপুর কমিউনিটি ক্লিনিক, দুবাগ এফডব্লিউসি। শেওলা ইউনিয়নের ঢেউনগর সিসি, শেওলা এফডব্লিউসি, তেরাদল কমিউনিটি ক্লিনিক। বিয়ানীবাজার পৌরসভার কসবা কমিউনিটি ক্লিনিক, গোলাবশাহ কিশোর সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ। মুল্লাপুর ইউনিয়নের দাসগ্রাম আব্দুস সালাম একাডেমী, মুল্লাপুর এফডব্লিউসি, পাতন কমিউনিটি ক্লিনিক। লাউতা ইউনিয়নের হিজলরটুক কমিউনিটি ক্লিনিক, লাউতা উপস্বাস্থ্য কেন্দ্র, জলডুপ কমিউনিটি ক্লিনিক।

২১ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে:  আলীনগর ইউনিয়রন এর আলী নগর ইউনিয়ন পরিষদ, ঢাকা উত্তর সরকারী প্রা:বিদ্যালয়, করগ্রাম কমিউনিটি ক্লিনিক, চারখাই ইউনিয়ন এর চারখাই উপস্বাস্থ্য কেন্দ্র, কাকুরা সরকারী প্রা: বিদ্যালয়, খাড়াবরা সরকারী প্রা: বিদ্যালয়, দুবাগ ইউনিয়নের সিলেটিপাড়া-২ সরকারী প্রা: বিদ্যালয়, মেওয়া এনামমিয়া সাহেবের বাড়ী, শেওলা ইউনিয়নের আব্দুস বাছিত সাহেবের বাড়ী, চারাবই সরকারী প্রা:বিদ্যালয়, শেওলা ইউনিয়ন পরিষদ। বিয়ানীবাজার পৌরসভার কসবা কমিউনিটি ক্লিনিক, গোলাবশাহ সমাজ কল্যান সংস্থ্যা, মুক্তিযোদ্ধা সংঘ। কুড়ারবাজার ইউনিয়নের ফাড়িরবাজার সরকারী প্রা: বিদ্যালয়, গড়রবন্দ সরকারী প্রা:বিদ্যালয়, আলী আহমদ সাহেবের বাড়ী। মাথিউরা ইউনিয়নের কেন্দ্র মাথিউরা সরকারী প্রা: বিদ্যালয়, গফ্ফার মেম্বার সাহেবের বাড়ী, রায়বাসী কমিউনিটি ক্লিনিক। তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, মইনুদ্দিন সাহেবের বাড়ী, দক্ষিন দাসউরা সরকারী প্রা: বিদ্যালয়। মুল্লাপুর ইউনিয়নের মিহিরপাল সাহেবের বাড়ী, মুল্লাপুর ইউনিয়ন পরিষদ, ডা:  আবুল ফয়েজ আলী আহমদ সাহেবের বাড়ী। মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া কমিউনিটি ক্লিনিক, মুড়িয়া ইউনিয়ন পরিষদ, মড়িয়া এফডব্লিউসি। লাউতা ইউনিয়নের নন্দীরফল হাজী ফয়জুর রহমান সাহেবের বাড়ী, লাউতা এফডব্লিউ সি, জলডুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

বিয়ানীবাজারে বুস্টার ডোজ দিবস শুরু, যে সকল কেন্দ্রে টিকা নিতে পারবেন

প্রকাশিত হয়েছেঃ ০৯:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
print news -

বিয়ানীবাজার প্রতিনিধি:  করোনা সংক্রমণ রোধে আগামী ১৯ জুলাই দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই দিন ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে বলে জানা গেছে। তাছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: দেলোয়ার হোসেন জানিয়েছেন, দিবসটি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার ৬৬ টি কেন্দ্রে বুস্টার টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।

১৯ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে: আলী নগর ইউনিয়ন এর উত্তরভাগ কমিউনিটি ক্লিনিক, আলী নগর এফডব্লিউসি, করগ্রাম কমিউনিটি ক্লিনিক। চারখাই ইউনিয়ন এর বাগবাড়ী কমিউনিটি ক্লিনিক, শিকারপুর কমিউনিটি ক্লিনিক, পইলগ্রাম কমিউনিটি ক্লিনিক। কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী কমিউনিটি ক্লিনিক, কুড়ারবাজার উপস্বাস্থ্য কেন্দ্র, খশিরবন্দ কমিউনিটি ক্লিনিক। মাথিউরা ইউনিয়ন এর নালবহর বিলাল উদ্দিন সাহেবের বাড়ী, ইউনিয়ন এর কার্যালয়, দুধবকশী সরকারী প্রাথমিক বিদ্যালয়। তিলপাড়া ইউনিয়ন এর দেবারাই শকুরমড়ি সাহেবের বাড়ী, সানেশ্বর কমিউনিটি ক্লিনিক, তিলপাড়া এফডব্লিউসি। মুড়িয়া ইউনিয়ন এর বড়দেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোটদেশ কমিউনিটি ক্লিনিক, নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিক।

২০ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে: দুবাগ ইউনিয়ন এর পাঞ্জিপুরী কমিউনিটি ক্লিনিক, গয়লাপুর কমিউনিটি ক্লিনিক, দুবাগ এফডব্লিউসি। শেওলা ইউনিয়নের ঢেউনগর সিসি, শেওলা এফডব্লিউসি, তেরাদল কমিউনিটি ক্লিনিক। বিয়ানীবাজার পৌরসভার কসবা কমিউনিটি ক্লিনিক, গোলাবশাহ কিশোর সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ। মুল্লাপুর ইউনিয়নের দাসগ্রাম আব্দুস সালাম একাডেমী, মুল্লাপুর এফডব্লিউসি, পাতন কমিউনিটি ক্লিনিক। লাউতা ইউনিয়নের হিজলরটুক কমিউনিটি ক্লিনিক, লাউতা উপস্বাস্থ্য কেন্দ্র, জলডুপ কমিউনিটি ক্লিনিক।

২১ জুলাই যে সকল কেন্দ্রে বোস্টার ডোজ প্রদান করা হবে:  আলীনগর ইউনিয়রন এর আলী নগর ইউনিয়ন পরিষদ, ঢাকা উত্তর সরকারী প্রা:বিদ্যালয়, করগ্রাম কমিউনিটি ক্লিনিক, চারখাই ইউনিয়ন এর চারখাই উপস্বাস্থ্য কেন্দ্র, কাকুরা সরকারী প্রা: বিদ্যালয়, খাড়াবরা সরকারী প্রা: বিদ্যালয়, দুবাগ ইউনিয়নের সিলেটিপাড়া-২ সরকারী প্রা: বিদ্যালয়, মেওয়া এনামমিয়া সাহেবের বাড়ী, শেওলা ইউনিয়নের আব্দুস বাছিত সাহেবের বাড়ী, চারাবই সরকারী প্রা:বিদ্যালয়, শেওলা ইউনিয়ন পরিষদ। বিয়ানীবাজার পৌরসভার কসবা কমিউনিটি ক্লিনিক, গোলাবশাহ সমাজ কল্যান সংস্থ্যা, মুক্তিযোদ্ধা সংঘ। কুড়ারবাজার ইউনিয়নের ফাড়িরবাজার সরকারী প্রা: বিদ্যালয়, গড়রবন্দ সরকারী প্রা:বিদ্যালয়, আলী আহমদ সাহেবের বাড়ী। মাথিউরা ইউনিয়নের কেন্দ্র মাথিউরা সরকারী প্রা: বিদ্যালয়, গফ্ফার মেম্বার সাহেবের বাড়ী, রায়বাসী কমিউনিটি ক্লিনিক। তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, মইনুদ্দিন সাহেবের বাড়ী, দক্ষিন দাসউরা সরকারী প্রা: বিদ্যালয়। মুল্লাপুর ইউনিয়নের মিহিরপাল সাহেবের বাড়ী, মুল্লাপুর ইউনিয়ন পরিষদ, ডা:  আবুল ফয়েজ আলী আহমদ সাহেবের বাড়ী। মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া কমিউনিটি ক্লিনিক, মুড়িয়া ইউনিয়ন পরিষদ, মড়িয়া এফডব্লিউসি। লাউতা ইউনিয়নের নন্দীরফল হাজী ফয়জুর রহমান সাহেবের বাড়ী, লাউতা এফডব্লিউ সি, জলডুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়।